হেমন্তের এক বিকেলে সবজিখেতে

হেমন্তে এসে মাঠের ধান অনেকটা পেকেছে, মাঠ সবুজ রেখেছে শাকসবজি। বাড়ির পাশে কোথাও বাণিজ্যিকভাবে, আবার কোথাও নিজের পরিবারের জন্য হচ্ছে এই সবজি চাষ। কেউ লাগিয়েছেন শাক, কেউ লাউ বা বাঁধাকপি, কেউ ফুলকপি কিংবা টমেটো। খেতে সবজির চারা রোপণ আর পরিচর্যা চলছে সিলেট সদরের কোরবানটিলা ও উমাইরগাঁওয়ে।

এই খেতে সবজি চাষ হবে, তাই কোদাল দিয়ে চলছে জমি তৈরির কাজ
এই খেতে সবজি চাষ হবে, তাই কোদাল দিয়ে চলছে জমি তৈরির কাজ
টমেটোর খেত পরিচর্যায় ব্যস্ত কয়েকজন
ভালো ফল পেতে সবজিখেত নিয়মিত পরিচর্যা করতে হয়, বলছেন কৃষকেরা
পোকামাকড়ের আক্রমণ এড়াতে টমেটোখেতে কীটনাশকও ছিটানো হয়
এই পানি নিয়ে যাওয়া হচ্ছে লাউখেতের জন্য
সার মিশিয়ে জমি তৈরি হচ্ছে সবজি আবাদের জন্য
বাড়ির পাশের ছোট্ট জমিতে সবজি রোপণ করছেন এই নারী
এই সার আনা হয়েছে সবজিখেতে ব্যবহারের জন্য
সবজিখেতের পাশে বীজতলা