আম্রপালি এখন দেশের সবচেয়ে বেশি উৎপাদিত আম। দেশের সীমানা ছাড়িয়ে রপ্তানিতেও শীর্ষে এই জাতের আম। দেশে গত এক দশকে সবচেয়ে দ্রুতগতিতে বাগান বেড়েছে আম্রপালির। রাজশাহীর তানোরের মুণ্ডুমালা মন কালিতলা গ্রামে এক বাগানে তিন হাজার আম্রপালির গাছ আছে। সাত ব্যবসায়ী বাগানটি ১০ বছরের জন্য ইজারা নিয়েছেন। ছবিগুলো সম্প্রতি ওই বাগানে তোলা।
