বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীতীরবর্তী উথলী হাটে বসা এই মেলার প্রধান আকর্ষণ হরেক পদের মাছ। কাকডাকা ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমজমাট হয়ে ওঠে এই মেলা। রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বোয়ালসহ নানা মাছ দোকানে দোকানে সাজানো। এ যেন মাছ কেনার উৎসব।
