স্লুইসগেট আছে, সুফল নেই

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খালে স্লুইসগেট নির্মাণ করা হয়েছে, তবে কোনোটি এখন পর্যন্ত চালু হয়নি। ফলে জলাবদ্ধতা নিরসনের সুফল মিলছে না। এ ছাড়া স্লুইসগেটগুলোর জলকপাট বন্ধ থাকায় খালে নৌকা চলতে পারে না। এতে মালামাল পরিবহনের খরচ বাড়ছে। এমন চারটি খাল ও স্লুইসগেটের পরিস্থিতি নিয়ে এবারের ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা।

টেকপাড়া খাল। স্লুইসগেট চালু না হওয়ায় জমেছে ময়লা-আবর্জনা।
টেকপাড়া খাল। স্লুইসগেট চালু না হওয়ায় জমেছে ময়লা-আবর্জনা।
টেকপাড়া খালটি এমনিতেই আঁকাবাঁকা, কিছু অংশ নালায় পরিণত হয়েছে।
মরিয়মবিবি খালের স্লুইসগেটে স্থাপন করা হয়নি পাম্প।
স্লুইসগেটের জলকপাট বন্ধ।
জলকপাট বন্ধ থাকায় চাক্তাই খালের ভেতরে নৌকা যেতে পারে না।
চাক্তাই খালের ভেতরে নৌকা যেতে না পারায় গাড়িতে মালামাল আনা-নেওয়া করা হয়।
কিছু দূর ঠেলাগাড়ি করে মাল এনে তা শ্রমিকেরা মাথায় করে জলকপাটের বাইরে থাকা নৌকায় তোলেন।
খালের মুখে জলকপাটের বাইরে থাকা নৌকায় তোলা হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন গন্তব্যের মালামাল।
জলকপাটের বাইরের অংশে শ্রমিকদের চাহিদা বেড়েছে।
স্লুইসগেট বন্ধ থাকায় জমছে পলিমাটি।
স্লুইসগেটের রেগুলেটর থাকলেও তা চালু হয়নি।
স্লুইসগেট বন্ধ থাকায় নৌকা-শূন্য চাক্তাই খাল।