চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খালে স্লুইসগেট নির্মাণ করা হয়েছে, তবে কোনোটি এখন পর্যন্ত চালু হয়নি। ফলে জলাবদ্ধতা নিরসনের সুফল মিলছে না। এ ছাড়া স্লুইসগেটগুলোর জলকপাট বন্ধ থাকায় খালে নৌকা চলতে পারে না। এতে মালামাল পরিবহনের খরচ বাড়ছে। এমন চারটি খাল ও স্লুইসগেটের পরিস্থিতি নিয়ে এবারের ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা।