যশোরে আওয়ামী লীগের জনসভা

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভা আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার যশোর শহরের শামস-উল হুদা স্টেডিয়ামে জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা ঘিরে যশোরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সরব উপস্থিতি ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে যশোর শহরটি সাজানো হয় তোরণ আর ব্যানারে
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে যশোর শহরটি সাজানো হয় তোরণ আর ব্যানারে
শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল নিয়ে সমাবেশস্থলে যান নেতা-কর্মীরা
দলীয় পতাকা নিয়ে মিছিল বের করা হয়
দল বেঁধে জনসভায় আসেন নেতা-কর্মীরা
আশপাশের জেলা-উপজেলা থেকে বাস ও কাভার্ড ভ্যানে করে যশোরে আসেন দলীয় নেতা-কর্মীরা
প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে খুলনা থেকে যশোরের উদ্দেশে ভোরবেলায় সাইকেলে রওনা দিয়েছেন বেলাল
প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য বাঁশের বেড়া দেওয়া হয়
নিরাপত্তার কারণে জনসভায় প্রবেশের পথ সংকুচিত করা হয়েছে। সমাবেশস্থলে ঢোকার ফটকে নেতা-কর্মীদের ভিড়
কানায় কানায় পরিপূর্ণ জনসভার মাঠ
পুরুষের পাশাপাশি জনসভায় নারী কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা