সপ্তাহের সোম ও বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত ক্রেতা-বিক্রেতার সমাগম হয় এই হাটে। শত টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকার দেশি-বিদেশি কবুতর বেচাকেনা হয়। কেউ শখের বসে কবুতর পালন করেন, আবার কেউ ব্যবসায় লাভের আশায় কবুতর লালন-পালন করেন। বিভিন্ন প্রজাতির কবুতরের মধ্যে দেশি গোলা, বাঘা, গিরিবাজ পাকিস্তানি টেডি, রেড চেকার, রেসার, মুসালদম, সিরাজি, কিং, লক্ষা, ময়ূরপঙ্খী, জ্যাকোবিন, ফ্যানটেল, লং ফেস উল্লেখযোগ্য। ছবিগুলো চট্টগ্রামের দেওয়ানহাট থেকে তোলা।
