এক ঝলক (২১ ফেব্রুয়ারি, ২০২১)

একুশের প্রথম প্রহর থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণির মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২১ ফেব্রুয়ারি
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। ঢাকা, ২১ ফেব্রুয়ারি
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে এসেছে দুই শিশু। ময়মনসিংহ, ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার ফুলে ছেয়ে গেছে শহীদ মিনার। অম্বিকা ময়দান, ফরিদপুর শহর, ২১ ফেব্রুয়ারি
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা। ঢাকা, ২১ ফেব্রুয়ারি
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা বয়সের মানুষ শহীদ মিনারে এসেছেন। তাঁরা ফুলেল শ্রদ্ধা জানান। হাদিস পার্ক, খুলনা, ২১ ফেব্রুয়ারি
ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন এক নারী। হাদিস পার্ক, খুলনা, ২১ ফেব্রুয়ারি
বগুড়ার শেরপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় বাসটি। এই দুর্ঘটনায় ছয়জন নিহত হন। বগুড়া, কলেজ রোড, ২১ ফেব্রুয়ারি
চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে সম্মিলিত সামাজিক সংগঠন মানববন্ধন করে। চুড়িহাট্টা, ঢাকা, ২১ ফেব্রুয়ারি
রাজধানীর মানিকনগরের কুমিল্লাপট্টিতে টিনশেড ঘরে আগুন লাগে। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট অংশ নেয়। ঢাকা, ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিল বের করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। জাতীয় প্রেসক্লাব, ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ গণশিল্পী সংস্থার পাবনা শাখা। অনুষ্ঠানে শিশুরা নানা রকমের বর্ণমালা অঙ্কন করেন প্রবীণ শিক্ষকদের হাত ধরে। শেখ রাসেল পার্ক, পাবনা, ২১ ফেব্রুয়ারি
তিন দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। গাড়ির চাপে রাজবাড়ীর দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট থেকে গোয়ালন্দের ফিডমিল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার লম্বা গাড়ির লাইন পড়ে। দৌলতদিয়া, ২১ ফেব্রুয়ারি
গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোহাটি এলাকার শহীদ মিনারের পাশ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা, ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসেন বগুড়া-৬ আসনের বিএনপির সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় তাঁর ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বগুড়া, নওয়াববাড়ী সড়ক, ২১ ফেব্রুয়ারি