মাছের আড়তে ব্যস্ত সময় পার করছেন এক নারী। কাজীরবাজার, সিলেট নগর, ৮ অক্টোবরভারী বৃষ্টিপাতে পানি জমেছে ধানখেতে। এতে নুয়ে পড়েছে ধান। সেগুলো বেঁধে সোজা করছেন এক কৃষক। কর্ণপুর গ্রাম, সদর উপজেলা, বগুড়া, ৮ অক্টোবর
বিজ্ঞাপন
ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে শুকনা কাঠ। রৌহা, সরিষাবাড়ীর চর, জামালপুর, ৮ অক্টোবর
বিজ্ঞাপন
বীজতলা থেকে নানা ধরনের সবজির চারা সংগ্রহ করছেন এক কৃষক। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ৮ অক্টোবরগৃহস্থালির কাজে ব্যবহৃত নানা পণ্য বিক্রির উদ্দেশ্যে সকাল সকাল বের হয়েছেন দুই ফেরিওয়ালা। কাজীরবাজার ব্রিজ, সিলেট নগর, ৮ অক্টোবরসুরমা নদীতে মাছ শিকারের আশায় ডানা মেলেছে একটি চিল। কিনব্রিজ, সিলেট নগর, ৮ অক্টোবর ফেরিস্বল্পতার কারণে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। পাটুরিয়ার ৩ নম্বর ঘাট, মানিকগঞ্জ, ৮ অক্টোবরগরমে স্বস্তি পেতে পানিতে নেমেছে মহিষের দল। বিল পাবলা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ৮ অক্টোবরটমটম খেলনা হাতে এক শিশু। মাহিগঞ্জ, রংপুর, ৮ অক্টোবরএকসঙ্গে উড়তে থাকলে মনে হয় ধূসর-বাদামি ঢেউ। বাদামি এই হাঁসের নাম সরালি বা পাতিসরালি। শীত মৌসুমে এই জাতের পাখি দিঘি-জলাশয়ে দল বেঁধে বেড়ায়। খেপ্পোপাড়া, রাঙামাটির শহর, ৮ অক্টোবর মধুমতী নদীর ভাঙনে ভাটিয়াপাড়া বাজারের ২৫টি দোকান বিলীন হয়ে গেছে। ছবি: কাশিয়ানী উপজেলা, গোপালগঞ্জ, ৮ অক্টোবরভ্যাপসা গরমে স্বস্তির আশায় পানিতে নেমেছে দুরন্ত শিশুরা। ঢালারচর, বেড়া, পাবনা, ৮ অক্টোবরবাঁশের মোড়া ফেরি করে বেড়ান এই বিক্রেতা। প্রতিটি মোড়া ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়ে থাকে। ট্রাফিক মোড়, পাবনা, ৮ অক্টোবর সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। এ সময় তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ঢাকা, ৭ অক্টোবর।