Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৯ আগস্ট, ২০২০)

বন্যার পানিতে প্লাবিত হয়েছে ঢাকার আশপাশের নিম্নাঞ্চল। বিরুলিয়ার প্রধান সড়ক থেকে লোকালয়ে প্রবেশের সংযোগ সড়কের বেশ কিছু অংশ তলিয়ে গেছে। বিরুলিয়া, সাভার, ৯ আগস্ট। ছবি: আশরাফুল আলম
পদ্মার পানি বাড়ায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন এলাকা তলিয়ে যায়। উপজেলার অনেক এলাকায় পানি কমলেও কান্দিরপাড়া এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। উত্তর কান্দিরপাড়া এলাকার পানি এখনো নামেনি। মুন্সিগঞ্জ, ৯ আগস্ট। ছবি: আবদুস সালাম
পদ্মার পানি বাড়ায় তলিয়ে যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন এলাকা। ঘর থেকে বের হতে বাসিন্দাদের নৌকা ব্যবহার করতে হয়। মুন্সিগঞ্জ, ৯ আগস্ট। ছবি: আবদুস সালাম
নাইট কুইনের সৌন্দর্য। ফুটেছে রাজধানীর ক্রিসেন্ট রোডের একটি বাসার ছাদে। ক্রিসেন্ট রোড, ঢাকা, ৮ আগস্ট। ছবি: মোছাব্বের হোসেন
চার মাস ধরে চাকরি নেই পোশাকশ্রমিক মো.শরীফের। তাই রাজধানী ছেড়ে নিজ বাড়ি ভোলায় চলে যাচ্ছেন তিনি। সদরঘাট, ঢাকা, ৮ আগস্ট। ছবি: দীপু মালাকার
ফুটপাত ও সড়ক দখল করে বসা দোকানপাট উচ্ছেদ ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বঙ্গবাজার, ঢাকা, ৯ আগস্ট। ছবি: দীপু মালাকার
চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মারুফের বাবা রিকশা চালান। মারুফ এক সপ্তাহ ধরে বেলুন বিক্রি শুরু করছে। বাতাসের দাপটে গ্যাস বেলুনগুলোকে হাতের মুঠোয় ধরে রাখতেই হিমশিম খেতে হয় ছোট মারুফকে। প্রতিটি বেলুনের দাম ৫০ টাকা। মারুফ দিনে ১০ থেকে ১৫টি বেলুন বিক্রি করতে পারে। মোহাম্মদপুর, ঢাকা, ৯ আগস্ট। ছবি: মানসুরা হোসাইন
তুরাগ নদের পানি বেড়েছে। ডুবে গেছে দোকানপাট। ভোগান্তি পোহাতে হচ্ছে পিপিলিয়া গ্রামের বাসিন্দাদের। বিরুলিয়া, সাভার, ৯ আগস্ট। ছবি: আশরাফুল আলম।