Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৩ জুন ২০১৯)

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সে উপলক্ষে মিন্টো রোডে ফেস্টুন আর ফেস্টুন। ঢাকা, ২৩ জুন। ছবি: আবদুস সালাম
বাজেটে ২৭ শতাংশ মোবাইল কর আরোপ বাতিলসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে মোবাইল ইউজার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৩ জুন। ছবি: দীপু মালাকার
দীর্ঘদিন ধরে সড়কটি ভেঙে পড়ে থাকলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। লম্বাপাড়া, রাধানগর, পাবনা, ২৩ জুন। ছবি: হাসান মাহমুদ
বর্ষাকাল, গবাদিপশুর খাদ্য নিয়ে চিন্তায় গৃহিণীরা। দুর দুরন্ত থেকে ঘাস কেটে নিয়ে আসছেন কয়েকজন গৃহিণী। বোতলা, রংপুর, ২৩ জুন। ছবি: মঈনুল ইসলাম
শ্রীলঙ্কার বিশেষ বাহিনীর প্রশিক্ষণের একটি মুহূর্ত। কলম্বো, শ্রীলঙ্কা, ২২ জুন। ছবি: এএফপি
আষাঢ়ে নীল আকাশে সাদা মেঘের ভেলা। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ জুন। ছবি: সাজেদুল আলম
গাছে বসে ভাব জমাচ্ছে দুটি ভীমরাজ পাখি। মানিকছড়ি, রাঙামাটি, ২৩ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
মাধবীলতা ফুলের টানে যেন উড়ে এসেছে ফড়িং! টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণ, ময়মনসিংহ, ২৩ জুন। ছবি: আনোয়ার হোসেন
পাহাড়ে মেঘ-বৃষ্টির ফাঁকে রংধনুর শোভা। সাপছড়ি, রাঙামাটি, ২৩ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
প্রচণ্ড রোদে ও গরমে ক্লান্ত হয়ে ছায়াঘেরা স্থানে বিশ্রাম নিচ্ছে ভেড়ার দল। বৌবাজার এলাকা, নারায়ণগঞ্জ, ২৩ জুন। ছবি: দিনার মাহমুদ
গ্রামীণ মাঠে মহিষ চরাতে যাচ্ছেন হবিবর রহমান। কুটামহিন, গাবতলী, বগুড়া, ২৩ জুন। ছবি: সোয়েল রানা
সাময়িক সংস্কারে কয়েক দিন যেতে না যেতেই আবার ভেঙে যায় রাস্তা। এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের। ময়লাকান্দা, চরকালীবাড়ি, ময়মনসিংহ, ২৩ জুন। ছবি: আনোয়ার হোসেন
সকাল সকাল পথের ধারে বিক্রি হচ্ছে টাটকা পোনা মাছ। প্রতি কেজি মাছের দাম ২৫০ টাকা। মড়িয়া গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২৩ জুন। ছবি: সোয়েল রানা
শ্রীমঙ্গলের পাহাড়ি এলাকায় প্রচুর আনারস চাষ হয়। এসব আনারস স্থানীয়দের চাহিদা মিটিয়ে পৌঁছে যায় দেশের বিভিন্ন জায়গার ক্রেতার কাছে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৩ জুন। ছবি: শিমুল তরফদার
অলিম্পিক ডে উপলক্ষে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা শোভাযাত্রার আয়োজন করে। সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ, ২৩ জুন। ছবি: আনোয়ার হোসেন
ধর্ম মন্ত্রণালয়ের বাজেটবৈষম্য প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৩ জুন। ছবি: দীপু মালাকার
আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আনন্দ শোভাযাত্রা করে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ২৩ জুন। ছবি: দীপু মালাকার
খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে বানরটি। উকিলপাড়া, নারায়ণগঞ্জ, ২৩ জুন। ছবি: দিনার মাহমুদ
পরখ করে কাঁঠাল কিনছেন এই ক্রেতা। পাওয়ার হাউস মোড়, খুলনা, ২৩ জুন। ছবি: সাদ্দাম হোসেন
একটু বৃষ্টি হলেই পাবনা পৌরসভার বেশ কিছু এলাকার রাস্তায় পানি জমে। সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এমন হয়। এতে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। পুরাতন এতিমখানা, শালগাড়িয়া, পাবনা। ছবি: হাসান মাহমুদ
৫০ বছরের বেশি সময় ধরে তালশাঁস বিক্রি করেন শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম। তাঁর ভান্ডারে থাকে নরম, শক্ত, রসালো বিভিন্ন জাতের তালশাঁস। তাই বিভিন্ন এলাকার ক্রেতারা এখানে আসেন। শালগাড়িয়া, পাবনা, ২৩ জুন। ছবি: হাসান মাহমুদ
৩৪তম আসিয়ান সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রযুত চান-ও-চা। ব্যাংকক, থাইল্যান্ড, ২৩ জুন। ছবি: এএফপি
এই গরমে গ্রামের পথে পথে সাইকেলে টুং টাং ঘণ্টা বাজিয়ে ছুটছেন এক আইসক্রিম বিক্রেতা। আর শিশুরা তা দেখে দৌড়ে গিয়ে ঘিরে ধরেছে আইসক্রিম বিক্রেতাকে। আইসক্রিম শিশুদের কাছে এমনি প্রিয়, তার ওপর প্রচণ্ড গরমে আইসক্রিমের ঠান্ডা তাদের স্বস্তি দেয়। চিলারঝাড়, রংপুর, ২৩ জুন। ছবি: মঈনুল ইসলাম
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত স্বর্ণমেলায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি আয়োজিত সংবাদ সম্মেলন। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা, ২৩ জুন। ছবি: সাইফুল ইসলাম
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত স্বর্ণমেলায় অলংকার দেখছেন একজন। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা, ২৩ জুন। ছবি: সাইফুল ইসলাম
আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর কমিটির আয়োজনে নগরে শোভাযাত্রা বের হয়। টেলিফোন ভবন, রংপুর, ২৩ জুন। ছবি: মঈনুল ইসলাম
বৃক্ষমেলার একটি স্টলে গাছ দেখছেন এক দর্শনার্থী। হরেক রকমের দেশি-বিদেশি গাছ নিয়ে শুরু মাসব্যাপী এই মেলা চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। শের-ই-বাংলা নগর, ঢাকা, ২৩ জুন। ছবি: দীপু মালাকার