Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৩ মার্চ, ২০২০)

রোববার থেকে টোলারবাগ আবাসিক এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে পুরো এলাকা লকডাউনের ব্যবস্থা শুরু করেছেন। ফটকে সামনে পুলিশি বাধা থাকলেও অনেকেই না মেনে বের হয়ে যাচ্ছেন। মিরপুর, ২৩ মার্চ। ছবি: দীপু মালাকার
করোনাভাইরাস সতর্কতায় মাস্ক ও গ্লাভস পরে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিচ্ছেন কর্মকর্তারা। করোনা নিয়ে গ্রাহকেরাও সতর্ক। সোনালী ব্যাংক, খাগড়াছড়ি, ২৩ মার্চ। ছবি: নীরব চৌধুরী
নারায়ণগঞ্জ নাগরিক কমিটি এক সংবাদ সম্মেলনে করোনা দুর্যোগকে পুঁজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে বক্তব্য দেয়। প্রেসক্লাব, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২৩ মার্চ। ছবি: দিনার মাহমুদ
করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক মাইকিং। ফুলবাড়ী গেট মোড়, খুলনা, ২২ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
করোনাভইরাসের কারণে সন্ধ্যা ৬টার পর নগরের মার্কেট, দোকান-পাট বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহ ভুতুড়ে নগরে পরিণত হয়। স্টেশন রোড, ময়মনসিংহ, ২২ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
দোকানের সামনে টুলের ওপর বালতিতে পানি ও সাবান রাখা হয়েছে। পাশে টাঙানো হয়েছে ‘হাত ধুয়ে দোকানে প্রবেশ করুন’ নির্দেশনা। করোনা সচেতনতায় এই উদ্যোগ। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৩ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া
করোনাভাইরাস ঠেকাতে শিবচর উপজেলা অবরুদ্ধ করে রাখা হয়েছে। জনশূন্য উপজেলার পথঘাট। কলেজ রোড, শিবচর, মাদারীপুর, ২৩ মার্চ। ছবি: প্রথম আলো
করোনাভাইরাস প্রতিরোধে হাসপাতালে ঢোকার সময় নজরদারি করা হচ্ছে। জেনারেল হাসপাতাল, পাবনা, ২২ মার্চ। ছবি: হাসান মাহমুদ
হাসপাতালে প্রবেশের সময় বেশির ভাগ রোগী মাস্ক ব্যবহার করছেন। জেনারেল হাসপাতাল, পাবনা, ২২ মার্চ। ছবি: হাসান মাহমুদ
করোনাভাইরাসের কারণে সিলেট নগর অনেকটাই ফাঁকা। ব্যস্ততম সড়কে মানুষের উপস্থিতি কম। যান চলাচল সীমিত। কিনব্রিজ, সিলেট, ২৩ মার্চ। ছবি: আনিস মাহমুদ
করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিকিকিনি কম। তবুও পেটের দায়ে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল বিক্রির জন্য বেড়িয়েছেন এই বিক্রেতা। স্টেশন রোড, সিলেট, ২৩ মার্চ। ছবি: আনিস মাহমুদ
লিমন নামের এই বিক্রেতা রাজধানীতে ফুল বিক্রি করছেন প্রায় ১৪ বছর ধরে। ব্যবসা কখনো তেমন মন্দা যায়নি। তবে করোনাভাইরাসের বিস্তারের পর এবার কোনো কোনো দিন ১০ টাকার ফুলও বিক্রি হচ্ছে না। ফুল বিক্রি না হলে লিমনের সংসারও চলবে না। একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে বিক্রি কমে যাওয়ায় উদ্বেগের কথা জানাচ্ছিলেন। ২৩ মার্চ, খামারবাড়ি, ফার্মগেট। ছবি: মানসুরা হোসাইন
ওয়াটারএইড এবং লাইফবয় জনগণকে করোনাভাইরাস নিয়ে সচেতন করতে এবং হাত ধোয়ার জন্য উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। রাজধানীর খামারবাড়িতে সিটি করপোরেশনের পাবলিক টয়লেটে যিনি আসছেন তাঁকেই সাবান হাতে দিয়ে হাত ধুতে বলা হচ্ছে। ছবি: মানসুরা হোসাইন