একঝলক (১৯ মে ২০২৫)

শজনেগাছের ডাল-পাতায় জমে আছে বৃষ্টির পানি। সবুজবাগ, বগুড়া, ১৯ মে
ছবি: সোয়েল রানা
প্রায় প্রতিদিনের বৃষ্টিতে বাড়ছে পানি, সেই সঙ্গে চাহিদা বাড়ছে মাছ ধরার জালের। হাটে বিক্রির জন্য জালের চারদিকে মোটা নাইলন রশি সেলাই করছেন সেলিনা বেগম। এই জাল আকারভেদে ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। পানবাড়ি, রংপুর, ১৯ মে
ফুলতলা-জিরো পয়েন্ট বাইপাস সড়কের পাশের কৃষ্ণচূড়াগাছে শোভা পাচ্ছে ফুল। তেলিগাতী, খুলনা, ১৯ মে
বাংলাদেশের তৈরি পোশাক, বিস্কুট-কেক, আসবাবসহ বেশ কিছু পণ্য আমদানিতে স্থলপথে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। এতে দুই দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। সোমবার সয়াবিন তেল ছাড়া আর কোনো পণ্য যায়নি। বাংলাদেশ সীমান্তে বন্দরে অপেক্ষারত পণ্যবাহী ট্রাক। আখাউড়া স্থলবন্দর, ব্রাহ্মণবাড়িয়া, ১৯ মে
বাঁশের তৈরি মাছ ধরার চাঁই খুচরা বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ১৯ মে
দুর্বল নিষ্কাশনব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে থই থই অবস্থা। এতে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। সবুজবাগ কৃষি ফার্ম, বগুড়া
পাইকারি বাজারে বিক্রির জন্য ইঞ্জিনচালিত নৌকা করে নেওয়া হচ্ছে আনারস। পুরান পাড়া, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ১৯ মে
ঢাকার ভূমি মন্ত্রণালয় থেকে জমি জরিপ করতে এসেছেন এই জরিপ কর্মী (সার্ভেয়ার)। সড়কে জমির মানচিত্র মেলে ধরে আবাদি, অনাবাদি ও আবাসিক এলাকা চিহ্নিত করছেন তিনি। ঘাঘটপাড়া, রংপুর, ১৯ মে
বিক্রির জন্য মৌসুমি ফল লিচু সাজিয়ে রাখছেন এক বিক্রেতা। চকবাজার থানা রোড, ফরিদপুর, ১৯ মে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন মাসে আগের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদ এবং দ্রুত ক্লাস শুরুর দাবিতে শিক্ষক সমিতির সদস্যরা প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা, ১৯ মে
জমিতে ইউরিয়া সার ছিটাচ্ছেন কৃষক। চান্দপাড়া, বগুড়া, ১৯ মে
মাথায় নেই হেলমেট, বাইক চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলছেন। কাজীরবাজার সেতু, সিলেট, ১৯ মে
মাচায় ফুটে আছে হলুদ ঝিঙে ফুল। চান্দপাড়া, বগুড়া, ১৯ মে
সুরমা নদীর তীরে সিলেটের কাজীরবাজার মৎস্য আড়ত। বাজারের ময়লা-আবর্জনা নদী তীরের উন্মুক্ত স্থানে রাখেন ব্যবসায়ীরা, এগুলো গড়িয়ে নদীতে পড়ে বাড়ছে দূষণ। কাজীরবাজার, সিলেট, ১৯ মে
কলসিতে করে আনা গরুর দুধ বিক্রি শেষে নৌপথে বাড়ি ফিরছেন বিক্রেতা। নদীবন্দর, বরিশাল, ১৯ মে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার ষষ্ঠ দিনের মতো রাজধানীর গুলিস্তান মোড় অবরোধ করেন তাঁর সমর্থকেরা। এতে গুলিস্তান ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা যায়। চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। গুলিস্তান, ঢাকা, ১৯ মে
তিন দফা দাবিতে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের বিক্ষোভ। গাছতলা, চাঁদপুর, ১৯ মে
কালভার্টের মুখে পানির স্রোতে মাছ ধরতে ডারকি পাতে রেখেছিলেন তিনি। এখন দেখছেন, মাছ ধরা পড়েছে কি না। নাজিরদিগর, রংপুর, ১৯ মে
সামনে ঈদুল আজহা। কোরবানির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো দা, ছুরি ও বঁটিতে শাণ দেওয়া। শহর ও গ্রামের অলিগলিতে শাণযন্ত্র (ছুরি শাণ দেওয়ার যন্ত্র) নিয়ে ঘুরছেন এক ব্যক্তি। ঝালোপাড়া, সিলেট, ১৯ মে
কুমিল্লা নগর থেকে লাকসামে গিয়ে নওয়াব ফয়জুন্নেছার বাড়ি ঘুরে দেখলো নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। নবাব ফয়জুন্নেছা হাউসের সামনে ছবি তুলছেন শিক্ষক–শিক্ষার্থীরা। পশ্চিমগাঁও, লাকসাম, কুমিল্লা, ১৯ মে