পাতায় বসেছে খুদে ঘাসফড়িং। সুরভি উদ্যান, রংপুর, ২৫ অক্টোবরখাঁচার ভেতরে খাবার হাতে ঝুলে আছে ছোট্ট একটি বানর। রামজাদি, বান্দরবান, ২৫ অক্টোবর
বিজ্ঞাপন
পথের ধারে ফুটে আছে বুনো ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৫ অক্টোবর
বিজ্ঞাপন
চাষ করার জন্য জমিতে পানি দিয়ে নরম করা হচ্ছে। পিঠাকড়া, সিলেট, ২৫ অক্টোবরআমনখেতে আগাছা পরিষ্কার করছেন কৃষকেরা। মেজরটিলা, সিলেট, ২৫ অক্টোবরনিজের খেতের ফসল তুলে গ্রাম থেকে ইঞ্জিনচালিত নৌকায় শহরে বিক্রি করতে যাচ্ছেন তাঁরা। পুরানপাড়া, ২৫ অক্টোবররংবেরঙের প্রজাপতি ফুলের রস খাচ্ছে। কাটাছড়ি, রাঙামাটি, ২৫ অক্টোবরবিস্তীর্ণ জলাশয়জুড়ে ফুটে আছে লাল শাপলা। বিজরা বাজার, কুমিল্লা, ২৫ অক্টোবরনিজের বাগানের সুপারি সাইকেলে চাপিয়ে হাটে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। নোনাডাঙ্গা, বাগেরহাট, ২৫ অক্টোবর সড়কের ধারে ফল বিক্রি করতে বসেছেন মৌসুমি ফল ব্যবসায়ী। প্রধান ডাকঘরের সামনে, রংপুর, ২৫ অক্টোবরনারকেলের ছোবড়া বা খোসা থেকে আঁশ ছেঁকে আলাদা করার পর যে গুঁড়া পড়ে থাকে, সেটিই হলো কোকোপিট। এটি আধুনিক কৃষি ও বাগানে মাটির এক অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। রহিমাবাদ, বাগেরহাট, ২৫ অক্টোবরপ্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার উদ্যোগে সদর উপজেলায় শতাধিক শিশুকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। ছুটি ভাটবাউর, মানিকগঞ্জ, ২৫ অক্টোবরখেয়াঘাটে নৌকার অপেক্ষায় চরাঞ্চলের মানুষ। চরবাটিয়া, সারিয়াকান্দি, বগুড়া, ২৫ অক্টোবরফুটে আছে লজ্জাবতী ফুল। ডালে বসেছে পতঙ্গ। হানসামা, বান্দরবান, ২৫ অক্টোবরচরে চাষ করা আমন ধান কাটা শুরু হয়েছে। বিক্রির জন্য হাটে ধান নিয়ে যাচ্ছেন এক কৃষক। চরবাটিয়া, সারিয়াকান্দি, ২৫ অক্টোবর খাবারের সন্ধানে সতর্ক দৃষ্টি মাছরাঙা পাখির। বুড়িকান্দা, কিশোরগঞ্জ, ২৫ অক্টোবরপাবনায় ‘অল ইন ওয়ান প্ল্যাটফর্মের’ আয়োজনে চলছে ১০ দিনব্যাপী চতুর্থ উদ্যোক্তা মেলা। বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে বাহারি সব পণ্য। স্বাধীনতা চত্বর, পাবনা, ২৫ অক্টোবরধানখেতের পাশে মেঠোপথ ধরে গ্রামের দিকে যাচ্ছেন ফেরিওয়ালা। চিলারঝার, রংপুর, ২৫ অক্টোবরপ্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালো কাজের অংশ হিসেবে হরিজন সম্প্রদায়ের মানুষদের জন্য আনন্দ-আড্ডা ও ভূরিভোজের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। হরিজন পল্লি, চাঁপাইনবাবগঞ্জ, ২৫ অক্টোবরপ্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালো কাজের অংশ হিসেবে কুমিল্লায় গোমতী নদীর পাড়ের শতাধিক মানুষের মধ্যে উন্নতমানের সবজির বীজ বিতরণ করা হয়। দক্ষিণ পাঁচথুবী, কুমিল্লা, ২৫ অক্টোবরলালমনিরহাট শহরের বালাটারি কলোনির বাসিন্দা দরিদ্র হাঁসের খামারি জহুরুল ইসলামকে আর্থিক সহায়তা দিয়েছে লালমনিরহাট প্রথম আলো বন্ধু সভা। লালমনিরহাট, ২৫ অক্টোবর রসুল্পুর খালের পানি কমে গেছে। স্থানীয় মৎস্যশিকারিরা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছেন। রসুল্পুর, বরিশাল, ২৫ অক্টোবর। ছবি: সাইয়ান ২৩. খাবারের খোঁজে ছুটছে বক। রসুল্পুর, বরিশাল, ২৫ অক্টোবর