‘তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচাঁন...’ দোতারায় সুর তুলে গান ধরেছেন এক শিল্পী। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ৯ নভেম্বর
বিজ্ঞাপন
কাপ্তাই হ্রদ থেকে গোখাদ্য কচুরিপানার ডগা সংগ্রহ করে ডিঙিনৌকায় গন্তব্যে চলা। খেপ্পোপাড়া, রাঙামাটি, ৯ নভেম্বরঘরে খাবারের ধান সিদ্ধ করে বাড়ির পাশে মাঠের মধ্যে শুকাতে দিচ্ছেন গৃহবধূ রওশনারা বেগম। শুকানোর শেষে এই ধান মিল থেকে ভাঙিয়ে চাল করে আনা হবে। লস্করকান্দি, কৈজুরী, ফরিদপুর, ৯ নভেম্বরমাঠে আলু রোপণে ব্যস্ত কৃষক আবদুল খলিল প্রামাণিক। চাতুড়া, গাবতলী, বগুড়া, ৯ নভেম্বরসাতসকালেই পথের ধারের খালে ফাঁদ ফেলে মাছ শিকারে ব্যস্ত এক ব্যক্তি। চাতুড়া, গাবতলী, বগুড়া, ৯ নভেম্বরবিদ্যালয় চত্বরে গাছভর্তি ফুটে আছে দৃষ্টিনন্দন রক্তকাঞ্চন ফুল। সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর, ৯ নভেম্বরবিদ্যালয়ে পাঠদান শুরুর আগে মাঠে ছড়িয়ে-ছিটিয়ে ব্যাডমিন্টন খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর, ৯ নভেম্বরমৎস্য প্রকল্পে মাছের খাবারের জন্য ট্রাকযোগে ফুলকপির পাতা এনে দিচ্ছেন এক মৎস্য শ্রমিক। ধীতপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৯ নভেম্বরবিলের পানিতে বড়শি দিয়ে মাছ ধরছেন শিকারি। ফুলবাড়িয়া, গাজীপুর। ৯ নভেম্বররাজধানীতেও শীতের আমেজ আসতে শুরু করেছে। সকালবেলায় কুয়াশার মাঝে বুড়িগঙ্গা নদীতে খেয়া পারাপারের কাজে ব্যস্ত মাঝিরা। ফরাশগঞ্জ, ঢাকা, ৯ নভেম্বরসনাতন ধর্মের আনুষ্ঠানিকতার জন্য নানা ধরনের ফুল দিয়ে মালা গাঁথছে শিশুরা। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ৯ নভেম্বরসহকারী শিক্ষকদের দশম গ্রেড, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড প্রদানসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মবিরতি চলছে। এতে বার্ষিক পরীক্ষার আগে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা, ৯ নভেম্বরচম্পা বেওয়া স্কুলে ও পাড়া-মহল্লায় চানাচুরসহ মুখরোচক বিভিন্ন খাবার বিক্রি করেন। স্কুলে এসব খাবার বিক্রি শেষে বাড়িতে ফিরছেন। পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী, ৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) নিয়োগবিধি সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে সড়কে ১০ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। উপজেলা সদর, ব্রাহ্মণবাড়িয়া, ৯ নভেম্বরবাঁশ দিয়ে মুরগির খামারের খাঁচা তৈরি করছেন এই ব্যক্তি। বুড়াইল, রংপুর, ৯ নভেম্বরশেষ বিকেলে কাজ শেষ করে বাড়িতে ফিরছে দিনমজুরের দল। শেখপাড়া, রংপুর, ৯ নভেম্বরহাওরের জলে উড়াল জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। পিঠাকরা হাওর, সিলেট, ৯ নভেম্বরপরিত্যক্ত টায়ার তাদের কাছে বেশ মূল্যবান। ফেলনা টায়ার দিয়েই দুরন্তপনায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। সরিষাকান্দি, সিলেট, ৯ নভেম্বরঢাকায় বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে প্লাস্টিক পোড়ানোর ধোঁয়া। শীতকাল এলেই রাজধানীর বিভিন্ন এলাকায় প্লাস্টিক জড়ো করে পোড়ান অনেকে। প্লাস্টিক পোড়ানোর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, হাঁপানি, চোখ ও গলার জ্বালা, এমনকি দীর্ঘ মেয়াদে ফুসফুসের ক্ষতি ও হৃদ্রোগের ঝুঁকি বেড়ে যায়। এই বিষাক্ত ধোঁয়ার মাঝেই নিশ্বাস নিচ্ছে শিশুরা, খেলছে রাস্তার পাশে। কামরাঙ্গীরচর, ঢাকা, ৯ নভেম্বরসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গানের মিছিল করে উদীচী শিল্পীগোষ্ঠী। তোপখানা রোড, ঢাকা, ৯ নভেম্বরপয়োনিষ্কাশন লাইন সংস্কারকাজের জন্য খোঁড়া হয়েছে সড়ক। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। পূর্ব কাজীপাড়া, ঢাকা, ৯ নভেম্বর।