নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও মানবাধিকার রক্ষার দাবিতে মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে নগরে বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রেসক্লাবের সামনের সড়ক, রংপুর, ১০ মার্চভোরের বাতাসে দোল খাচ্ছে কাশফুলের গাছগুলো। সাজেক টার্মিনাল, রাঙামাটি, ৯ মার্চধানখেতের পাশে জলাশয়ের ওপর পোঁতা খুঁটিতে বসে মাছ ধরার পাঁয়তারা করছে ছোট্ট মাছরাঙা পাখিটি। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ১০ মার্চসূর্যমুখী ফুল খেতে বসেছে এক ফিঙে পাখি। পিরিজপুর, কিশোরগঞ্জ, ৯ মার্চ
বিজ্ঞাপন
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ স্লোগানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রংপুর নগরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ের কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, রংপুর, ১০ মার্চবসতঘর মেরামতে কাজ করছে এক ত্রিপুরা পরিবার। গত ২৩ ফেব্রুয়ারি ভয়াবহ আগুনে সাজেকের রিসোর্ট, কটেজ, দোকান ও বসতঘর পুড়ে যায়। রুইলুই গ্রাম, সাজেক, রাঙামাটি, ৯ মার্চ
বিজ্ঞাপন
দেশব্যাপী চলমান ধর্ষণ প্রতিরোধ, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি এবং সর্বস্তরের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বগুড়ার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সাতমাথা, বগুড়া, ১০ মার্চ কয়েকজন শিশু পথের ধারে ঈদ কার্ড বিক্রির জন্য পসরা সাজিয়েছে। ফুলবাড়ী মধ্যপাড়া, বগুড়া শহর, ১০ মার্চ। ছবি: সোয়েল রানাআখতার হোসেনকে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব মনোনীত করায় ‘রংপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কাচারিবাজার, রংপুর, ১০ মার্চমাঠ থেকে তুলে আনা গাজর ধুয়ে পরিষ্কার করছেন একদল কৃষক। আলতার বাজার, গাবতলী, বগুড়া, ১০ মার্চখুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বানে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্যক্রম বন্ধ করে হাসপাতালের সামনে কলমবিরতি কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন ইন্টার্ন চিকিৎসকেরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ১০ মার্চজুমের উৎপাদিত সুগন্ধি চালের ধান শুকানোর পর বস্তায় ভরছেন এক ব্যক্তি। নীলাচল, বান্দরবান, ১০ মার্চ সিলেটের বাজারে উঠেছে মৌসুমি ফল তরমুজ। বরিশাল অঞ্চল থেকে ট্রাকে করে সিলেট নগরের কদমতলী ফলের আড়তে আনা হয়েছে তরমুজ। বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ছোট-বড় আকারভেদে প্রতিটি তরমুজ পাইকারি দরে বিক্রি হচ্ছে ৮০-২৫০ টাকায়। কদমতলী, সিলেট, ১০মার্চ মৌসুমি বরই প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি করছেন বিক্রেতা। জিন্দাবাজার, সিলেট, ১০ মার্চঅপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট নগরে মোটরসাইকেলে করে টহল দিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল। কিনব্রিজ এলাকা, ১০ মার্চ ভাটায় ইট তৈরির কাজ করছেন এক দম্পতি। কাজের ফাঁকে মায়ের কাছে এসে আদর নিচ্ছে শিশুটি। চর সাদীপুর, কুমারখালী, কুষ্টিয়া, ১০ মার্চজাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক আলী রীয়াজ। সংসদ ভবনে কমিশনের কার্যালয়, ঢাকা, ১০ মার্চ পরিবেশের কথা বিবেচনা না করে গাছ কেটে আনা হয়েছে ইটভাটায়। সেই গাছ ফাড়াই করছেন কাঠুরিয়া। পদ্মাঘাট, পাবনা, ১০ মার্চসারা দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রাজু ভাস্কর্যের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ মার্চ পদ্মা নদীর চরাঞ্চলে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে অবৈধ টিনের চিমনি। চর সাদীপুর, কুমারখালী, কুষ্টিয়া, ১০ মার্চনারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন। হাইকোর্টের সামনের সড়ক, ঢাকা, ১০ মার্চ