একঝলক (১৭ আগস্ট ২০২৫)

টিনের চালে বসে আছে জোড়া শালিক। রৌহদহ, সারিয়াকান্দি, বগুড়া, ১৭ আগস্ট
ছবি: সোয়েল রানা
পথের ধারে জন্মেছে ভেষজ উলট কম্বলগাছ। কামালপুর, সারিয়াকান্দি, বগুড়া, ১৭ আগস্ট
ঝুড়ি ভরে গাছের চারা নিয়ে যাচ্ছেন একজন। নানিয়ারচর, ঘিলাছড়ি, রাঙামাটি, ১৭ আগস্ট
পথের ধারে জোড়া প্রজাপতি। মোনতলা, রাঙামাটি, ১৭ আগস্ট
নৌকা নিয়ে শাপলা তুলতে বেরিয়েছেন দুজন। বানিয়াজুরী, ঘিওর, মানিকগঞ্জ, ১৬ আগস্ট
বৃষ্টিতে রাজধানীর সড়কে পানি জমে গেছে। রবীন্দ্র সরোবর এলাকা, ধানমন্ডি, ঢাকা, ১৭ আগস্ট
সুরমা নদীতে নৌকায় ভেসে চলছে মাছ ধরা। তোপখানা, সিলেট, ১৭ আগস্ট
হাওরে ডিঙিনৌকায় বসে মাছ ধরছেন এক জেলে। নিকলী, কিশোরগঞ্জ, ১৭ আগষ্ট
পাহাড়ি কলার ছড়া নৌকায় তোলা হচ্ছে। মারমা বাজার ঘাট, বান্দরবান, ১৭ আগস্ট
জুমে চাষ করা কাঁচা মরিচ সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। মারমা বাজার, বান্দরবান, ১৭ আগস্ট