মনু নদে কম পানিতে মাছ ধরছেন শৌখিন মাছশিকারিরা। মাতারকাপন, মৌলভীবাজার, ১৮ ডিসেম্বরকাপ্তাই হ্রদের পানি কমছে। জমিতে ধান চাষ করতে কাদামাটি সমান করছেন পাহাড়ি এক কৃষক। লুম্বিনী, রাঙামাটি, ১৮ ডিসেম্বর
বিজ্ঞাপন
কাঠের গুঁড়িতে বসে ছিল চিল পাখিটি। ধরবে শিকার। বাঁকছড়ি, রাঙামাটি, ১৮ ডিসেম্বর
বিজ্ঞাপন
শীতের সকালে মাঠে পালংশাক তুলছেন একদল নারী। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ১৮ ডিসেম্বরপবিত্র রমজানে ইফতারিতে বেগুনের চাহিদা বেশি থাকে। মাঠে গাছ রোপণে ব্যস্ত কিষান–কিষানিরা। নারচি, শাজাহানপুর, বগুড়া, ১৮ জানুয়ারিমাঠে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে বকটি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। ১৮ ডিসেম্বরঘাস খাওয়াতে গরুর পাল নিয়ে চলেছেন এক নারী। কাতিয়ানাংলা, ১৮ ডিসেম্বরসুরমা নদীতে মাছ শিকারের জন্য জাল পেতে রেখেছেন এক ব্যক্তি। মেন্দিবাগ, সিলেট, ১৮ ডিসেম্বরনদীতীরের খোলা চরে ত্রিপল আর পলিথিনে গড়া অস্থায়ী ঘর। জীবিকার সন্ধানে বিভিন্ন এলাকা থেকে আসা ভাসমান মানুষগুলো এখানে অস্থায়ীভাবে বসবাস করছেন। আলমপুর, সিলেট, ১৮ ডিসেম্বরআড়িয়াল খাঁ নদে জাল টানছে আইড় মাছ ধরার জন্য। এই জাল দিয়ে শুধু আইড় মাছ ধরা হয়। শায়েস্তাবাদ, বরিশাল, ১৮ ডিসেম্বরখড়কুটা কেটে আঁটি বেঁধে নদীর তীর ধরে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। এই খড়কুটা বাড়িতে পালন করা গবাদিপশুকে খাওয়ানো হয়। হবিনগর, বরিশাল, ১৮ ডিসেম্বরকোনো ধরনের নিরাপত্তাসামগ্রী ব্যবহার না করে স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করছেন শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিকেরা। কেরানীগঞ্জ শিপ ব্রেকিং ইয়ার্ড, ঢাকা, ১৮ ডিসেম্বরআন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়। দাউদকান্দি, কুমিল্লা, ১৮ ডিসেম্বরনদীতে এখন পানি কম, ব্যবহার কমেছে নৌকার। এই সুযোগে নৌকা মেরামতের প্রস্তুতি নিচ্ছেন এক ব্যক্তি। কুশিঘাট, সিলেট, ১৮ ডিসেম্বরসকাল সকাল রাস্তার পাশের ফুটপাতে কাজের খোঁজে বসে আছেন দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমজীবী মানুষেরা। ফকিরাপুল, ঢাকা, ১৮ ডিসেম্বরখুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। পরীক্ষা শেষে ফিরছেন শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয়, ১৮ ডিসেম্বরঋত্বিক ঘটকের বসতভিটা সংরক্ষণের দাবিতে নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাহেববাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ১৮ ডিসেম্বরকুমিল্লা রুটে একটি পরিবহন বন্ধের দাবিতে বাস চলাচল বন্ধ রয়েছে। টার্মিনালে এসে তা জানতে পেরে বিপাকে যাত্রীরা। শাসনগাছা বাস টার্মিনাল, কুমিল্লা, ১৮ ডিসেম্বর