ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ২৪২ জন আরোহী ছিলেন। লন্ডনগামী উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলের টুকরো টুকরো মুহূর্ত নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো নেওয়া হয়েছে বার্তা সংস্থা রয়টার্স থেকে।
