Thank you for trying Sticky AMP!!

এরশাদ আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত নন

হুসাইন মোহাম্মদ এরশাদ। ছবি: প্রথম আলো

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত নন। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদের নিয়োগের অবসান করেছেন।’

একাদশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতার স্বীকৃতি পাওয়ার কারণে এইচ এম এরশাদ আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকছেন না।

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি এইচ এম এরশাদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই নিয়োগ দেয়। তিনি মন্ত্রীর সমমর্যাদায় ছিলেন।