Thank you for trying Sticky AMP!!

দুই সিটি নির্বাচনে ৬৭ বিদেশি পর্যবেক্ষক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবেন বিভিন্ন দেশের ৬৭ জন পর্যবেক্ষক।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, ইউরোপীয় ইউনিয়নের ৫, সুইজারল্যান্ডের ৬, নেদারল্যান্ডসের ৬, ডেনমার্কের ২, নরওয়ের ৪ ও জাপানের ৫ জন পর্যবেক্ষক সিটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন করেছেন।

এর বাইরে দেশি ২২টি পর্যবেক্ষক সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।