নির্বাচন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এবি পার্টি। ঢাকা, ১৩ নভেম্বর
নির্বাচন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এবি পার্টি। ঢাকা, ১৩ নভেম্বর

‘পুতুল খেলার’ নির্বাচনে জনগণ অংশ নেবে না: এবি পার্টি

সরকারদলীয় লোক ও কিছু দালাল দিয়ে নির্বাচনকে একটি পাতানো পুতুল খেলায় পরিণত করেছে। এই পুতুল খেলায় এ দেশের জনগণ অংশ নেবে না। আজ বুধবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা।

সরকারের পদত্যাগ, নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে এই ‘প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ’ কর্মসূচি পালন করে এবি পার্টি। রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান প্রমুখ বক্তব্য দেন।

নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন সরকারি দলের তাঁবেদারি করতে করতে এখন সভা-সমাবেশ বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।

সমাবেশ সঞ্চালনা করেন দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন।