
বাংলাদেশ খেলাফত মজলিস দেশের রাজনৈতিক অঙ্গনে একটি অপরিহার্য শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব৵ করেছেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলোতেও খুব শিগগির প্রার্থী ঘোষণা করা হবে।
আজ শনিবার সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫-২৬ সেশনের প্রথম কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশনে মামুনুল হক এ কথা বলেন। রাজধানীর মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব সন্ত্রাস প্রতিরোধে কাজ করতে দলের নেতা–কর্মীদের নির্দেশ দেন। তিনি বলেন, ‘স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখুন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও সামাজিক অনাচার প্রতিরোধে কাজ করুন।’
দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সমমনা ইসলামি দলগুলোর ঐক্য সুসংহত করার চেষ্টা চলছে। ভবিষ্যতে এই ঐক্য আরও বিস্তৃত হবে।
সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজ, জুলুমবাজ ও পেশিশক্তিকে সমূলে দমন করতে হবে। বিগত নির্বাচনে অনৈতিক ভূমিকা পালনকারীদের প্রশাসন থেকে অপসারণ করতে হবে।
অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের ‘মজলিসে শুরার’ কয়েকটি পদে সাংগঠনিক রদবদল করা হয়। দলটির সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাসানকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সহপ্রশিক্ষণ সম্পাদক হিসেবে মাওলানা নূর মুহাম্মদ আজীজকে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এ ছাড়া নূর হোসাইন, মাওলানা সালাউদ্দিন, হাবিবুর রহমান, হোসাইন আহমদ ও জাহিদুজ্জামানকে নতুন কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামুনুল হকের সভাপতিত্বে অধিবেশন পরিচালনা করেন দলের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন। এ সময় আরও বক্তব্য দেন দলের অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা ইসমাইল নূরপুরী। অভিভাবক পরিষদের সদস্য মাওলানা খোরশেদ আলম কাসেমী, মুন্সি মেহেরুল্লাহ, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা মুহিউদ্দীন রব্বানীসহ কেন্দ্রীয় শুরা সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।