Thank you for trying Sticky AMP!!

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে পরিচয়পত্র দেখে ঢুকতে দিচ্ছে পুলিশ।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। কার্যালয়ের আশপাশের এলাকায় যাঁরা বিভিন্ন প্রয়োজনে যাচ্ছেন, তাঁরা পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে পারছেন।

পুলিশের বাধার কারণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেননি মির্জা ফখরুল। নাইটিঙ্গেল মোড় থেকেই ফিরে যান তিনি।

পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘গতকাল বুধবারের অভিযানে বিএনপির কার্যালয় থেকে বিপুল বোমা উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার কারণে আমরা কাউকে কার্যালয়ে ঢুকতে দিচ্ছি না। পুরো কার্যালয়ে পুলিশের ক্রাইম সিন ইউনিট আছে। তারা জায়গাটি ঘিরে রেখেছে। নিরাপদ ঘোষণা করলে কার্যালয়ে ঢোকার ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

Also Read: নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা

বিএনপির পক্ষ থেকে তোলা ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, অভিযোগ উঠতেই পারে, তবে পুলিশ দায়িত্বপালন করছে।

একজনের কাছে পরিচয়পত্র দেখতে চাইছে পুলিশ।

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের আশপাশের এলাকায় অফিস ও অন্যান্য প্রয়োজনে যাঁরা যাচ্ছেন, তাঁদের পরিচয়পত্র দেখে পুলিশ ঢুকতে দিচ্ছে।

বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান।

গতকাল নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা যায়, নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ। তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Also Read: তিন বছর আগের নাশকতার মামলায় আদালতে হাজিরা দিলেন মির্জা ফখরুল