
গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সংগঠক ও ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেছেন। তাঁর সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা রয়েছেন।
আজ বৃহস্পতিবার শাহ আলীর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরুর পর দারুস সালাম এলাকা থেকে টেকনিক্যাল মোড়, গাবতলী হয়ে স্থানীয় বালুর মাঠে গিয়ে সানজিদা ইসলাম তাঁর নির্বাচনী প্রচার শেষ করেন।
দুপুরের পর থেকে আবারও প্রচারে নামবেন তিনি। বেলা ২টার দিকে সানজিদা ইসলাম প্রথম আলোকে বলেন, ভোটাররা তাঁদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তাহীনতা, মাদকের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় নানা বিষয়ে কথা বলছেন। বিশেষ করে নারী ভোটারদের দিক থেকে নিরাপত্তাহীনতার কথা বেশি আসছে বলে জানান এই প্রার্থী। নানা সমস্যা নিয়ে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাঁরা আশ্বস্ত হচ্ছেন বলে জানান এই প্রার্থী। সানজিদা হেঁটে হেঁটে ভোটারদের সঙ্গে কথা বলছেন, চাচ্ছেন দোয়া।
বিএনপির প্রার্থী হিসেবে গতকাল বুধবার সানজিদা ইসলাম প্রতীক হিসেবে ধানের শীষ পেয়েছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে মায়ের ডাক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সানজিদা ইসলাম। তাঁর ভাই সাজেদুল ইসলাম ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বিএনপির সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে যায় র্যাবের একটি দল। এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি।