সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম

জামায়াতে ইসলামীসহ ১০–দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে যুক্ত হলো লেবার পার্টি

জামায়াতের ইসলামীসহ ১০টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যের সঙ্গে আরও একটি দল যুক্ত হয়েছে। সেটি হলো বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে আবারও ১১–দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে গিয়েছিল।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।

জামায়াতের এই নেতা বলেন, ১০ দলের সঙ্গে আরও একটি দল বাংলাদেশ লেবার পার্টি একাত্মতা ঘোষণা করেছে। ১০ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের যুক্ত করা হয়েছে। দলটি যোগ দেওয়ায় ১০–দলীয় নির্বাচনী ঐক্য ১১ দলে পরিণত হয়েছে। এটি একটি বিরাট সৌভাগ্যের বিষয়।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) বলেন, লেবার পার্টিকে ১০ দলের মহৎ উদ্যোগের সঙ্গে কাজ করার জন্য যুক্ত করায় লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এ টি এম মা’ছুম আরও বলেন, জামায়াত দেশপ্রেমিক ও চিন্তাশীল লোকদের নিয়ে ভবিষ্যতে সরকার গঠন করতে চায়। সে ক্ষেত্রে লেবার পার্টির একাত্মতা ঘোষণা করা বিরাট অগ্রগতি। দেশপ্রেমিক ও আধিপত্যবাদবিরোধী দল ও ব্যক্তিকে নিয়ে এগোতে চায় জামায়াত। এই ১১ দল সব ধরনের দলীয় মতপার্থক্য নিজেদের মধ্যে রেখে জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে লেবার পার্টি যাদের সঙ্গে ছিল, তাদের চেহারার মধ্যে ক্রমশ ফ্যাসিবাদের ছাপ লক্ষ করা গেছে। ফ্যাসিবাদের কর্মকাণ্ডের সঙ্গে তাদের কর্মকাণ্ড ক্রমান্বয়ে মিলে যাচ্ছে। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি গতানুগতিকভাবে শুধু ক্ষমতার পরিবর্তন হয়, তাহলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। লেবার পার্টি এমন অর্থবহ পরিবর্তন চায়, যে পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের জন–আকাঙ্ক্ষা পূরণ হবে।

জামায়াত ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে— বিএনপির এমন অভিযোগের বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে জামায়াত নেতা এ টি এম মা’ছুম বলেন, এগুলো জামায়াতের বিরুদ্ধে ভুয়া অভিযোগ। এসব খবর ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে।

জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব করার খবর সঠিক কি না—এমন প্রশ্নের জবাবে এ টি এম মা’ছুম বলেন, সব দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানো দরকার। এ জন্য রাষ্ট্র ও বিভিন্ন রাজনৈতিক দল অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখছে। শুধু জামায়াতের প্রসঙ্গ এলেই এটিকে আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে একটি দুরভিসন্ধি আছে বলে মনে হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ১১–দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে এ টি এম মা’ছুম বলেন, ‘যখন আসে, তখন দেখবেন আপনারা ইনশা–আল্লাহ।’

বিএনপির পক্ষ থেকে জামায়াতের বিরুদ্ধে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে এ টি এম মা’ছুম বলেন, এগুলো সব ভুয়া কথা। একটি দলের শীর্ষস্থানীয় নেতারা প্রকাশ্য জনসভায় এসব কথা বলছেন, আবার পত্র-পত্রিকায় এগুলো কোট করা হচ্ছে। এটা জামায়াতের কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। এটি গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। এ ধরনের অপপ্রচার জাতির জন্য শুভকর নয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসাইন মিয়াজী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।