Thank you for trying Sticky AMP!!

কেন্দ্রীয় কার্যালয়ে যেতে বাধা, নাইটিঙ্গেল মোড় থেকে ফিরে গেলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার জন্য আজ বৃহস্পতিবার বেলা ১১টার কিছু আগে মির্জা ফখরুল নাইটিঙ্গেল মোড়ে আসেন।

Also Read: নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান।

মির্জা ফখরুল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে চান। তখন তাঁকে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধার কারণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেননি মির্জা ফখরুল।

পরে নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুল কথা বলেন। তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতা-কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁকেও যেতে দেওয়া হয়নি।

গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পর নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপির কার্যালয়মুখী সড়ক বন্ধ করে দেয় পুলিশ।

গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে ১৫টি ককটেল উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছিল পুলিশ। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এগুলো পুলিশ ও সরকারের ষড়যন্ত্র।

Also Read: নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের আশপাশে যেতে দেখাতে হচ্ছে পরিচয়পত্র

বিএনপির কার্যালয়ের আশপাশের এলাকায় যাঁরা বিভিন্ন প্রয়োজনে যাচ্ছেন, তাঁরা পরিচয়পত্র দেখিয়ে যেতে পারছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে নাইটিঙ্গেল মোড় থেকেই ফিরে যান মির্জা ফখরুল। এর আগে আজ সকালে তিনি তিন বছর আগের নাশকতার মামলায় ঢাকার আদালতে হাজিরা দিয়েছেন।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কর্মসূচি আছে। এই গণসমাবেশ কোথায় হবে, তা নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই গতকাল বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে মকবুল আহমেদ নামের একজন নিহত হন। আহত হন বিএনপির অর্ধশত নেতা-কর্মী।

Also Read: তিন বছর আগের নাশকতার মামলায় আদালতে হাজিরা দিলেন মির্জা ফখরুল

সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দলের কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির, শহীদ উদ্দীন চৌধুরী, শিমুল বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ কয়েক শ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

বিকেল সাড়ে চারটায় পুলিশের অভিযান শুরুর কিছুক্ষণ পর মির্জা ফখরুল কার্যালয়ের সামনে যান। তিনি ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন তিনি সামনের ফুটপাতে বসে পড়েন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মির্জা ফখরুল রাস্তা থেকে উঠে যান।