ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের কর্মিসভায় নেতারা। রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে, ৯ মার্চ ২০২৫
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের কর্মিসভায় নেতারা। রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে, ৯ মার্চ ২০২৫

কর্মিসভা

ছাত্রদলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা

অনুপ্রবেশকারী ও ‘গুপ্ত’ সংগঠনের বিষয়ে সতর্ক থাকতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতারা। ভবিষ্যতে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশনা দিয়েছেন তাঁরা।

রোববার বিকেলে রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মহানগর পূর্বের নেতারা তৃণমূলের কর্মীদের প্রতি এমন নির্দেশনা দিয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে কর্মিসভা করছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। এই শাখার আওতাধীন ২৭টি ওয়ার্ড রয়েছে। ১ মার্চ থেকে ওয়ার্ডভিত্তিক এই কর্মিসভা শুরু হয়েছে। আগামী ১৩ মের মধ্যে বাকি ওয়ার্ডগুলোতে কর্মিসভা সম্পন্ন হবে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই ওয়ার্ডভিত্তিক কর্মিসভা করছে ছাত্রদল।

আজকের সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূঁইয়া। সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মজুমদার, সহসভাপতি আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম (রাজিব) এবং রশিদ উল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবিদ প্রমুখ।

কর্মিসভায় সভাপতিত্ব করেন কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন কলাবাগান থানা ছাত্রদলের সদস্যসচিব রবিন বাকাউল।