বিরে গারস কুয়াটির অবস্থান মদিনার কুবা মসজিদের কাছে। এই কুয়া মহানবী (সা.)–এর জীবন ও কর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ইসলামের প্রাথমিক যুগে কুয়াটি খনন করেছিলেন সাদ বিন খাইসামা বিন আল-হারিসের দাদা মালিক বিন আল-নাহহাত। কুয়াটি পড়েছে মদিনার আল-আওয়ালি জেলার বাথহান উপত্যকায়, যা মসজিদে নববি থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে এবং কুবা মসজিদ থেকে মাত্র দেড় কিলোমিটার উত্তরে।
মহানবী (সা.) এই কুয়ার পানি পান করতেন, অজু করতেন এবং এর পানি দিয়ে গোসল করতেন। আলী (রা.) বলেন, রাসুল (সা.) অসিয়ত করেছিলেন, ইন্তেকালের পর কুয়ার পানি দিয়ে যেন তাঁকে গোসল দেওয়া হয়। আলী (রা.) সেই নবীজি (সা.)–এর অসিয়ত বাস্তবায়ন করেছিলেন।
আনাস (রা.) বলেন, একবার নবীজি (সা.) এই কুয়ার পানি দিয়ে অজু করেন এবং বালতির অবশিষ্ট পানি কুয়ায় ঢেলে দেন। এর পর থেকে কুয়ার পানি কখনো শুকায়নি।
বিরে গারস কুয়া বর্তমানে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। সৌদি কমিশন ফর ট্যুরিজম এবং ন্যাশনাল হেরিটেজ কুয়াটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী কুয়াটি দেখতে আসেন। কুয়াটি ১১ মিটার গভীর এবং ৩.৩ মিটার চওড়া। বর্তমানে কুয়াটি লোহার নেট দিয়ে ঘিরে রাখা, তবে পানি তোলার ব্যবস্থা আছে। এর পানি মিষ্টি ও বিশুদ্ধ। কুয়ার চারপাশে রয়েছে খেজুরবাগান।
এই কুয়ার পানি একসময় যে কেবল নবীজি (সা.)–এর ব্যক্তিগত ব্যবহারের কাজে লেগেছে তা নয় বরং এই কুয়ার পানি মদিনার বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পানির উৎস ছিল।