আরবি ভাষার রূপ মোট তিনটি। ধ্রুপদি আরবি, আধুনিক লেখ্য আরবি ও আধুনিক কথ্য বা চলতি আরবি। ধ্রুপদি আরবি ষষ্ঠ শতক থেকে প্রচলিত ও এটিই কোরআনের ভাষা। ইতিহাসে কোরআনের আরবি বা ধ্রুপদি আরবির কবিদের অস্তিত্ব পাওয়া যায়। কবি আল-মুতানাব্বি ও ইবনে খালদুন ধ্রুপদি আরবির বিখ্যাত কবি ছিলেন। আধুনিক লেখ্য আরবিতে আধুনিক শব্দ যোগ হয়েছে ও অতি প্রাচীন শব্দগুলি বর্জন করা হয়েছে, কিন্তু এ সত্ত্বেও ধ্রুপদি আরবির সঙ্গে এর পার্থক্য খুব বেশি নয়।
সমাজে আল্লাহ্ সচেতন এমন অনেক মানুষ রয়েছেন যারা সরাসরি কোরআন পড়ে বুঝতে চান; কোরআনকে সরাসরি বুঝে বুকে ধারণ করতে চান; কোরআনের আলোয় আলোকিত হয়ে জীবন গড়তে চান। তাদের জন্য খুব সহজে কোরআন বোঝার পাঁচটি কৌশল নিয়ে আলোচনা করা হলো:
১. কোরআনের মধ্যে ব্যস্ত থাকুন
কোরআনের মধ্যে নিজেকে বেশি ব্যস্ত রাখার চেষ্টা করুন। সবার আগে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে শিখুন। যথাসম্ভব বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন। কোরআন তিলাওয়াত মানুষের অশান্ত হৃদয়কে প্রশান্ত করে তোলে। আমরা যদি কোরআনের মধ্যে নিজেদের ব্যস্ত রাখতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে রহমত ও করুণা পাব। তিনি কোরআন বোঝায় আমার আগ্রহ বৃদ্ধি করবেন।
২, শব্দার্থ জানুন
শব্দের অর্থ জানার মাধ্যমে কোরআনকে বুঝতে চেষ্টা করুন। কোরআনে কতগুলো শব্দ আছে জানেন? পুনরাবৃত্তিসহ কোরআনে মোট ৭৭,৪৩৯টি শব্দ আছে (আবদুল ফাত্তাহ মুহাম্মাদ মুহাম্মাদ সালামাহ, আদওয়াউন আ’লাল কোরআন করিম-বালাগাতুহু ওয়া ই’জাযুহূ, মদিনা বিশ্ববিদ্যালয়: সৌদি আরব, ১৯৮০ খ্রিষ্টাব্দ, পৃ. ৪)।
তার মধ্যে ৬০টি শব্দ পুরো কোরআনের শব্দভান্ডারের অর্ধেক। ২৫০টি শব্দ যা পুরো কোরআনের ৭০ ভাগ। বাকি ৩০ ভাগ শব্দ ধীরে ধীরে সারা জীবনভর পড়তে পড়তে চলতে ফিরতে জানতে পারবেন। শুধু সুরা ফাতিহায় ব্যবহৃত শব্দগুলো কোরআনে এসেছে ৭,৫০০ বার। সুরা ফিলে আছে ৩৭টি নতুন শব্দ, কোরআনে যেগুলোর পুনরাবৃত্তি হয়েছে ২১,৬২৬ বার, যা কোরআনের মোট শব্দের ২৭.৯২ (সাতাশ দশমিক বিরানব্বই) ভাগ।
আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত আল্লাহ্, আদম, নবী, রাসুল, দুনিয়া, আখিরাত ও সালাত ইত্যাদি, নামাজে নিত্যদিন পঠিত ছয়টি ছোট সুরা এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদির মতো সাধারণত ব্যবহৃত জিকির এবং চারটি অধিকতর ব্যবহৃত দোয়ার শব্দ জানি তাহলেই আমাদের জানা হয়ে যাবে প্রায় ৪০,০০০ (চল্লিশ হাজার) শব্দ, যা পুরো কোরআনের অর্ধেকের বেশি।
৩. ব্যাকরণ শিখুন
কোরআনের আরবি ব্যাকরণ জানার মাধ্যমে কোরআন বুঝুন। আরবি শেখা আর কোরআনের আরবি শেখা এক জিনিস নয়। কোরআন বুঝতে হলে মাত্র বারো থেকে পনেরটি আরবি ব্যাকরণের বিষয় জানলেই কোরআনের আরবির বেসিক জানা হয়ে যাবে আপনার।
৪. তিলাওয়াত শুনুন
বেশি বেশি কোরআন তিলাওয়াত শুনুন। নিজের একান্ত সময়গুলো কোরআনের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। এতে করে কোরআন আপনার অনেক আপন হয়ে যাবে। আপনি কোরআনের অনেক কাছাকাছি চলে যাবেন। কোনো অনুবাদের ওপর নির্ভরশীল না হয়ে প্রথমে নিজে নিজে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন। তারপর ভালো কোনো অনুবাদ ও ব্যাখ্যার সঙ্গে মিলিয়ে নিন। কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, কোরআনই আপনাকে বাকি পথ দেখিয়ে দেবে।
৫. আল্লাহর সাহায্য প্রার্থনা করুন
কোরআন বোঝার পথে আল্লাহর সাহায্য চাওয়া অন্যতম কৌশল। এটি নবী (সা.)-এর শেখানো পদ্ধতি। সকল কাজে আল্লাহ্র সাহায্য চাইতে হবে। বেশি বেশি দোয়া করুন, যেন আল্লাহ আপনার জন্য কোরআনকে আরও সহজ করে দেন।
মুহাম্মাদ মুহসিন মাশকুর: খণ্ডকালীন শিক্ষক, আরবি বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়