Thank you for trying Sticky AMP!!

হারিস রউফ ও রমিজ রাজা

হারিস রউফকে লাইন-লেংথ শিখতে বলছেন রমিজ রাজা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছিলেন, সে হিসেবে পাকিস্তানের সেরা বোলার ছিলেন হারিস রউফই। তবে ১০ ওভারে এ ফাস্ট বোলার খরচ করেছেন ৭৭ রান। এমন বোলিংয়ের পর তাঁকে নিয়ে ঠিক ‘মুগ্ধ’ নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। শুধু উন্নতি করলেই ওয়ানডেতে তাঁকে বিবেচনা করার বার্তা দিয়েছেন রাজা, জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

২০২০ সালের অক্টোবরে অভিষেকের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগপর্যন্ত ১২টি ওয়ানডে খেলেছেন রউফ। ২৭.০৮ গড়ে নিয়েছেন ২৩টি উইকেট। তাঁর ইকোনমি প্রায় ৬-এর কাছাকাছি (৫.৯৫)। ইনিংসে এ নিয়ে দুইবার ৪ উইকেট নিলেন তিনি, তবে দুবারই ওভারপ্রতি ৭-এর ওপরে রান খরচ করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে ৪ উইকেট নেন হারিস রউফ

রউফের লাইন-লেংথ ঠিক করতে বলেছেন রাজা, এমন জানিয়েছে সামা টিভি। তাদের এক সূত্রমতে, প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে রাজা বলেছেন, ‘ঠিকঠাক লাইন ও লেংথে কীভাবে বোলিং করতে হয়, হারিসকে সেটি শিখতে বলেন। বোলিংয়ের এ দিকটায় উন্নতি করলেই শুধু ওয়ানডেতে ওকে বিবেচনা করা হোক।’

Also Read: দুই বছর ধরে ছক্কা মারা অনুশীলন করেছেন খুশদিল

এ সময়ের মধ্যে রউফকে শুধু টি-টোয়েন্টি খেলাতে বলেছেন রমিজ, এমন দাবি করেছে পাকিস্তানের ওই সংবাদমাধ্যম। দ্বিতীয় ওয়ানডেতেও অবশ্য রউফকে নিয়েই নেমেছে পাকিস্তান। মুলতানে টসে জিতে ব্যাটিং নিয়েছে তারা। বাদ দেওয়া হয়েছে আরেক পেসার হাসান আলীকে। তাঁর জায়গায় খেলানো হচ্ছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা

এদিকে আগের ম্যাচের মতো এ ম্যাচেও খেলানো হচ্ছে মোহাম্মদ হারিসকে। এ উইকেটকিপার ব্যাটসম্যানকে প্রথম ম্যাচে খেলানো হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে, যদিও রানতাড়ায় ৫ উইকেট পড়ে যাওয়ার পরও নামানো হয়নি তাঁকে।

২১ বছর বয়সী এ ব্যাটসম্যানকে দলে এভাবে নেওয়া নিয়ে সমালোচনা করেছেন সাবেক উইকেটকিপার রশিদ লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বাবর আজম বললেন, সে মিডল অর্ডার ব্যাটসম্যান নয়, ওপেনার। কিন্তু পরদিন আবার বলল, টি-টোয়েন্টিতে পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে মিডল অর্ডারে নেওয়া হয়েছে। আমার এটি ভালো লাগেনি। আমার আসলে খারাপ লেগেছে।’

Also Read: বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা শেষ হাসনাইনের

এদিকে হারিসকে নিয়ে রমিজ নির্বাচক ওয়াসিমকে বলেছেন, ‘আমরা মোহাম্মদ হারিসে নতুন উইকেটকিপার-ব্যাটার পেয়েছি। মনে হচ্ছে সরফরাজ আহমেদের ক্যারিয়ার প্রায় শেষ।’
গত বছরের এপ্রিলে পাকিস্তানের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন সাবেক অধিনায়ক সরফরাজ। আর গত বছরের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচের জন্য ফিরেছিলেন টি-টোয়েন্টিতে।