Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান গম্ভীরের

ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর ও বর্তমান দলের অধিনায়ক বিরাট কোহলি। ছবি: এএফপি
>কাশ্মীরে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিপক্ষে যুদ্ধের আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪০ জন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় বাহিনীর ওপর এটাই সবচেয়ে বড় হামলা। প্রায় ৪০ জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা। হামলার ঘটনায় দায় শিকার করে নিয়েছেন পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ। স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশটির ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন ভারতীয়রা। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর তো টুইটারে পাকিস্তানের বিপক্ষে দিয়েছেন যুদ্ধের ডাক।

গতকাল ১৪ ফেব্রুয়ারি পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল ভালোবাসার সৌরভ। এরই মাঝে দিনের শেষে পুলওয়ামার অবন্তীপুরায় এক ভয়াবহ আত্মঘাতী হামলায় নিহত হন অনেক ভারতীয় সৈন্য। সাম্প্রতিককালের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনায় তোলপাড় পুরো বিশ্বেই। প্রতিবেশী রাষ্ট্রকে কড়া জবাব ছুড়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছেন গৌতম। টুইটারে কড়া ভাষায় লিখেছেন, ‘কথা বলা যাক বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে, কথা হোক পাকিস্তানের সঙ্গে। তবে সেই কথা টেবিলে নয়, যুদ্ধক্ষেত্রে। অনেক হয়েছে আর নয়।’

নিহতদের আত্মার প্রতি সমবেদনা জানিয়েছেন ভারত বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, ‘পুলওয়ামার আক্রমণের ঘটনা শুনে আমি খুবই মর্মাহত। নিহত সেনাদের জন্য আমার আন্তরিক সমবেদনা। আর যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।’