Thank you for trying Sticky AMP!!

সেঞ্চুরি করে আর কী হবে ইমরুলের!

ইমরুল সেঞ্চুরি করেছেন আজ। প্রথম আলো ফাইল ছবি
বিকেএসপিতে আজ গাজী গ্রুপকে ২৯ রানে হারিয়েছে আবাহনী। দুর্দান্ত বোলিং করেছেন মাশরাফি, ৪৬ রানে পেয়েছেন ৬ উইকেট। বৃথা গেছে ইমরুলের ১২৬ রানের ইনিংসটা


ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপিতে আজ আবাহনীর বিপক্ষে সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। বাঁহাতি ব্যাটসম্যানের দুর্ভাগ্য, ১১৮ বলে তাঁর ১২৬ রানও জেতাতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত বোলিংয়ে গাজীকে ২৯ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।


প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ তিন ম্যাচে কোনো উইকেট পাননি। উইকেটের ক্ষুধাটা তীব্র হয়ে উঠছিল মাশরাফির। সেই ক্ষুধা তিনি আজ মেটালেন গাজী গ্রুপের বিপক্ষে। ৫৩ রানের মধ্যে মাশরাফি ফিরিয়ে দিলেন গাজীর দুই ওপেনার রনি তালুকদার (০) ও মাইশুকুর রহমানকে (১৫)। ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নামা গাজী গ্রুপ তবুও এগোচ্ছিল ইমরুলের ব্যাটে চড়ে। ১৫ চার আর ৫ ছয়ে গাজী গ্রুপের বাঁহাতি ব্যাটসম্যান এগিয়েছেন আক্রমণাত্মক ব্যাটিংয়েই। ৫২ বলে করেছেন ফিফটি। সেঞ্চুরি ঠিক ১০০ বলে। ১১৮ বলে ১২৬ রান করা ইমরুল ফিরেছেন মাশরাফির বলে। ইমরুল ফিরে যেতেই ভেঙে পড়ে গাজী গ্রুপের সব প্রতিরোধ—৪ উইকেটে ১৯০ থেকে ৪৮.৪ ওভারে ২৫৭ রানে অলআউট। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা মাশরাফি ।

বিশ্বকাপ দলে যাঁদের জায়গা নিশ্চিত, তাঁদের কাছে এবারের প্রিমিয়ার লিগটা হচ্ছে নিজেদের ঝালিয়ে নেওয়া, আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লিগ। দুর্দান্ত বোলিং করে মাশরাফি আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার কাজটা ঠিকঠাকই করছেন। কিন্তু ইমরুলের সেঞ্চুরির কী মূল্য! সেঞ্চুরিটা এমনি দলের জয়ে কাজে আসেনি। তাঁর মন আরও খারাপ হতে পারে দুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথায়, ‘তামিম আর দুই ওপেনার। ধরে নিচ্ছি সৌম্য-লিটন যদি খেলে তাহলে ওপেনার কোটা শেষ। ওপেনার তো তিনজন আছেই। ওখানে চতুর্থ ওপেনার নেওয়ার কারণ নেই।’

যেখানে ইমরুলের জায়গা পাওয়া কঠিন, জহুরুল ইসলামের দুর্দান্ত ফর্মের ভবিষ্যৎ কী? এবারের প্রিমিয়ার লিগটা দারুণ কাটছে আবাহনী ওপেনারের। বিকেএসপির বিপক্ষে অপরাজিত ১২১, নিজেদের আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৯৬ আর আজ গাজী গ্রুপের বিপক্ষে ১৩০—নিজেকে ফিরে পাওয়া জহুরুলের এই পারফরম্যান্স কী মূল্যায়িত হবে নিকট ভবিষ্যতে? বিসিবি সভাপতি দুদিন আগে বলে দিয়েছেন, বিশ্বকাপ দল গঠনে প্রিমিয়ার লিগের পারফরম্যান্স খুব একটা প্রভাব ফেলবে না। আজ বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রিমিয়ার লিগে সাধারণত পরীক্ষিত খেলোয়াড়েরাই বেশি খেলে। তবে এখন পর্যন্ত তেমন কোনো চমক দেখতে পাইনি। ’

প্রিমিয়ার লিগের অন্য দুই ম্যাচে আজ মিরপুরে প্রাইম দোলেশ্বরকে ৭২ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর ফতুল্লায় তাইজুল ইসলামের ঘূর্ণিতে খেলাঘরকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল। তাইজুল ৩৯ রানে পেয়েছেন ৩ উইকেট।