ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর

‘পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয়’, বললেন ভারতের কোচ

আজকাল ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের দেখা হয় শুধু নিরপেক্ষ ভেন্যুতেই। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাবই পড়েছে ক্রিকেটে। সম্প্রতি পেহেলগামের রক্তাক্ত ঘটনার পর দুই প্রতিবেশীর সম্পর্ক আরও তিক্ত হয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার শঙ্কাও আছে। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর বলে দিলেন, পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতেও খেলা উচিত নয় তাঁদের।

আজ ভারতের রাজধানী দিল্লিতে এবিপি গ্রুপের এক অনুষ্ঠানে গম্ভীরকে জিজ্ঞেস করা হয় ভারতের নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত কি না। গম্ভীর সরাসরিই নেতিবাচক উত্তর দিলেন এই প্রশ্নে, ‘আমার ব্যক্তিগত উত্তর হলো একদমই না। এসব (সন্ত্রাসী হামলা) বন্ধ না হওয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে কিছুই হওয়া উচিত নয়।’

ভারতীয় সৈন্য ও ভারতীয় নাগরিকের জীবনের মূল্য ক্রিকেট ম্যাচ কিংবা বলিউড অথবা দুই দেশের অন্য যেকোনো সম্পর্কের চেয়ে বেশি মূল্যবান।
গৌতম গম্ভীর, প্রধান কোচ, ভারত

ভারত ও পাকিস্তান সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে ২০১৩ সালে। এরপর শুধু এশিয়া কাপ ও আইসিসি আয়োজিত টুর্নামেন্টেই দেখা হয়েছে দুই দলের। সর্বশেষ এ বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে মুখোমুখি হয় দুই দল। এ বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ছেলেদের এশিয়া কাপেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে দুই দলের।

ক্রিকেটে ভারত ও পাকিস্তান সর্বশেষ মুখোমুখি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে

শেষ পর্যন্ত কী হবে কে জানে! ব্যক্তিগতভাবে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক না রাখতে চাইলেও গম্ভীর মনে করেন শেষ পর্যন্ত ভারত সরকার সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে। গম্ভীর বলেছেন, তাঁর কাছে ক্রিকেটের চেয়ে মানুষের জীবনের মূল্যই সবচেয়ে বেশি, ‘আমরা ওদের সঙ্গে খেলব কি খেলব না, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেবে সরকার। আমি আগেও বলেছি, আবারও বলছি, ভারতীয় সৈন্য ও ভারতীয় নাগরিকের জীবনের মূল্য ক্রিকেট ম্যাচ কিংবা বলিউড অথবা দুই দেশের অন্য যেকোনো সম্পর্কের চেয়ে বেশি মূল্যবান। ম্যাচ পরেও হতে পারে, সিনেমাও বানানো হবে, গায়ক-গায়িকারা গানও গাইবেন। তবে পরিবারের প্রিয়জনের হারানোর বেদনার কাছে এসব কিছুই নয়।’

গম্ভীর অবশ্য এটাই বললেন, সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনো সিদ্ধান্ত মেনে নিতে আপত্তি নেই তাঁর, ‘কী হবে না হবে সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার নেই। এটা পুরোপুরিই বিসিসিআই ও সরকারের সিদ্ধান্তের ব্যাপার। তবে তারা যে সিদ্ধান্তই নিক না কেন, তা মানতে আমাদের আপত্তি থাকবে না। আর আমরা এটা নিয়ে রাজনীতিও করব না।’