টেস্টে ১১ ইনিংসে ফিফটি নেই মুশফিকুর রহিমের
টেস্টে ১১ ইনিংসে ফিফটি নেই মুশফিকুর রহিমের

মুশফিককে নিয়ে করা যে প্রশ্নের জবাব দিলেন না সালাহউদ্দীন

এমন দিনে সংবাদ সম্মেলনে আসাটাও চ্যালেঞ্জের। দল অলআউট ১৯১ রানে, কঠিন প্রশ্নের মুখোমুখি হতে তো হবেই। কাল সিলেট টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনকেও ‘অপ্রিয়’ সব প্রশ্নের উত্তর দিতে হয়েছে। সব প্রশ্নের জবাব তিনি দিয়েছেনও। শুধু একটি ছাড়া!

কাল বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার বলে খুব বাজেভাবে আউট হয়েছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যান অনেক দিন ধরে ছন্দেও নেই। ১১ ইনিংস ধরে টেস্টে কোনো ফিফটিও নেই তাঁর। তাহলে মুশফিক দলে কেন, এমন প্রশ্ন এসেছিল সালাহউদ্দীনের সামনে। এই প্রশ্নের জবাব না দিয়ে তিনি বল ঠেলে দিয়েছেন অন্যের কোর্টে, ‘(মুশফিক) দেখুন এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। আমি দলের অংশ, তবে সবকিছু না।’

কাল বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেটে কঠিন সময়টুকু পার করে উইকেট দিয়ে এসেছেন। নাজমুল হোসেন ৪০, মুমিনুল হক আউট হয়েছেন ৫৬ রান করে। ওপেনার দুজনই আউট হয়েছেন ২০টির বেশি বল খেলার পর।

কোচ মোহাম্মদ সালাউদ্দিন

এমন ব্যর্থতায় মানসিক ও টেকনিক্যাল—দুই ধরনের সমস্যাই দেখছেন সালাহউদ্দীন, ‘আমি মনে করি, টেকনিক্যালি আমরা কিছু ভুল করেছি। ম্যাচের মধ্যে হঠাৎ বাজে শট খেলে ফেলেছি। যখনই ম্যাচে ফিরেছে, থিতু হওয়া ব্যাটসম্যান আউট হয়ে গেছে। এখানে মানসিকতার পার্থক্য আছে।’

ম্যাচ পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেটাররা কতটা বোঝেন, তার জবাবও দিয়েছেন সালাহউদ্দীন, ‘ম্যাচ অ্যাওয়ারনেসের ঘাটতির কথা আসলে সবাই জানে। এই ঘাটতি দূর করার উপায় আমাদের বের করতে হবে। তারা যেন তাড়াতাড়ি ম্যাচ অ্যাওয়ারনেস ঠিক করতে পারে। এটা করা সম্ভব নয় সেটি আমি বলব না। তাড়াতাড়ি করতে হবে। ভুল আপনি করতেই পারেন। কিন্তু ভুলগুলোর যেন পুনরাবৃত্তি না হয়। সেটা তাহলে আরও ভুল হবে।’

সিলেটে বাজে একটা দিন কাটিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা

ক্রিকেটাররা চেষ্টায় কোনো ঘাটতি রাখছেন না বলেও মনে করেন সালাহউদ্দীন, ‘মানসিক দিক থেকে ছেলেরা অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করছে। নিজেদের উন্নতির ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। হয়তো আমরা খুবই খারাপ খেলেছি। কিন্তু এটা বলা যাবে না যে আমরা চেষ্টা করছি না। নতুন কিছু আমরাও চাইছি। আজকে (গতকাল) ব্যাটিং মোটেও ভালো হয়নি। বোলিংও ভালো হয়নি। চেষ্টা করব এই জায়গা থেকে আমরা কীভাবে ম্যাচে তাড়াতাড়ি ফিরতে পারি।’