
মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় এক বছর। টুর্নামেন্টের মূল পর্বের সব দলের নাম এখনো চূড়ান্ত হয়নি, টিকিট পাওয়ার বাকি চার দলের। একাধিক মহাদেশে বাছাইপর্ব শুরুই হয়নি। অথচ এত আগেভাগেই সূচি ঘোষণা করে ফেলল আইসিসি।
আগামী বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর হবে ইংল্যান্ডে, উদ্বোধনী ম্যাচ ১২ জুন। সর্বশেষ ছয় আসরে ১০ দল অংশ নিলেও এবার খেলবে ১২ দল। ইংল্যান্ডের সাত ভেন্যুতে ২৪ দিনে হবে ৩৩ ম্যাচ।
ভেন্যুগুলো হলো লন্ডনের লর্ডস ও ওভাল, বার্মিংহামের এজবাস্টন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড, লিডসের হেডিংলি, সাউদাম্পটনের রোজ বোল ও ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড। ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল দুটি হবে ওভালে, ৫ জুলাই ফাইনাল লর্ডসে। ১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড।
আয়োজক দেশ হিসেবে ইংল্যান্ড সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ২০২৪ সালে সর্বশেষ আসরের পারফরম্যান্স বিবেচনায় ২০২৬ আসরের টিকিট পেয়েছে। শ্রীলঙ্কা ও পাকিস্তান এসেছে র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে।
সূচির পাশাপাশি গ্রুপিংও ঘোষণা করেছে আইসিসি। প্রতি গ্রুপে ছয়টি করে দল। গ্রুপ ১–এ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দেবে বাছাই পেরিয়ে আসা দুই দল। একইভাবে গ্রুপ ২–এ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে বাছাই পেরিয়ে আসা আরও দুই দল।
গত মাসে সংঘাতের সময় আর কখনো পাকিস্তানের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছিল ভারত। কিন্তু মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের একই গ্রুপে পড়ার অর্থ ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া নিশ্চিত। এজবাস্টনে এই ম্যাচ হবে আগামী বছরের ১৪ জুন।
গত আসরের অন্য দুই দল বাংলাদেশ ও স্কটল্যান্ডকে বাছাইপর্বে খেলতে হবে। বাছাইয়ে খেলা নিশ্চিত করেছে আরও তিন দল—এশিয়ান অঞ্চল থেকে নেপাল ও থাইল্যান্ড এবং আমেরিকান অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র। এখনো ইউরোপ, আফ্রিকা এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব বাকি। সেখান থেকে আসবে আরও পাঁচ দল।
সব মিলিয়ে বৈশ্বিক বাছাইপর্বে খেলবে ১০ দল। আগামী বছরের শুরুর দিকে বাছাইয়ের ম্যাচগুলো হবে নেপালে। দুই গ্রুপে পাঁচটি করে দল খেলবে। শীর্ষ দুটি করে দল বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাবে।