
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরবর্তী আসরের ফাইনাল হওয়াকে রীতিই বলা যায়। রীতি অনুযায়ী, এবারের ফাইনাল হওয়ার কথা ছিল গতবারের শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে।
তবে সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল স্থগিতের পর পিছিয়ে যাওয়ায় সূচিতে বদল আসে। বদলে ফেলা হয় কয়েকটি ম্যাচের ভেন্যুও। কদিন ধরে গুঞ্জন ছিল, ফাইনালসহ প্লে-অফ পর্বের ভেন্যুও বদলে যেতে পারে।
শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। কলকাতা থেকে আইপিএল ফাইনাল সরিয়ে নেওয়া হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদে। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু। আজ রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।
এ নিয়ে গত চার বছরের মধ্যে তিনবারই আইপিএল ফাইনাল আহমেদাবাদে হতে যাচ্ছে। ফাইনালের পাশাপাশি প্লে-অফের বাকি তিন ম্যাচের (প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার এবং এলিমিনেটর) ভেন্যুও বদলে ফেলা হয়েছে।
দ্বিতীয় কোয়ালিফায়ারও কলকাতার পরিবর্তে আহমেদাবাদে হবে। আর প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে পাঞ্জাব কিংসের মাঠ মুল্লানপুরের নতুন পিসিএ স্টেডিয়ামে। আগের সূচি অনুযায়ী এই দুই ম্যাচ হওয়ার কথা ছিল গতবারের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে।
এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের আগামী শুক্রবারের ম্যাচটিও বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরিয়ে লক্ষ্ণৌর ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামে নেওয়া হয়েছে। এর অর্থ, বিরাট কোহলির দল এ বছর নিজেদের মাঠে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাবে না।
একসঙ্গে এতগুলো ম্যাচের ভেন্যু কেন বদলানো হলো, সেই ব্যাখ্যাও দিয়েছে বিসিসিআই। বিবৃতিতে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতি ও অন্যান্য বিষয়াদি মাথায় রেখে আইপিএল পরিচালনা পরিষদ নতুন ভেন্যু ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে। আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আজ থেকে আইপিএলের সব ম্যাচেই অতিরিক্ত এক ঘণ্টা সময় বরাদ্দ রাখা হবে।
ভারতের পূর্ব ও দক্ষিণাঞ্চলে এখন মৌসুমি জলবায়ু বিরাজ করছে। আবহাওয়ার পূর্বাভাসবিষয়ক পরিষেবা আকুওয়েদারও বলছে, আগামী দুই সপ্তাহের মধ্যে কলকাতা, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে নিয়মিত বৃষ্টির সম্ভাবনা আছে।