Thank you for trying Sticky AMP!!

হারের জন্য নিজের দায় দেখছেন বাটলার

বাটলার নিজেকে অপরাধী ভাবছেন

সুবিধাজনক অবস্থায় থেকেও বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরে ধবলধোলাই হয়েছে ইংল্যান্ড। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ১৬ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হারের দায় নিজের কাঁধেই নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার

নিজেকে তাঁর অপরাধী ভাবার যথেষ্ট কারণও অবশ্য আছে। যে পরিস্থিতিতে ও যেভাবে বাটলার রানআউট হয়েছেন, সেটি নিয়ে বেশ আত্মগ্লানিতে ভুগছেন ইংলিশ অধিনায়ক। নিজেকে নিয়ে হতাশ বলেও মন্তব্য করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

Also Read: ১৬ রানের জয়ে ইংল্যান্ডকে ধবলধোলাই বাংলাদেশের

৫ রানে ১ উইকেট হারানোর পর ডেভিড ম্যালানের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়েন বাটলার। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন। ১৩.১ ওভারে মোস্তাফিজুর রহমানের বল সামলাতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ম্যালান (৫৩) ফিরলে ভাঙে এ জুটি। এরপর দলের ধবলধোলাই এড়ানোর গুরুদায়িত্ব ছিল বাটলারের কাঁধে। ৩১ বলে ৪০ রান করে বাটলার খেলছিলেনও দারুণ।

বাটলারকে ফিরিয়ে মিরাজ–নাজমুলের উদ্‌যাপন

কিন্তু এরপরই রান আউটের ফাঁদে পড়েন ইংলিশ অধিনায়ক। তবে সময়মতো ডাইভ দিলে মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে আউট হওয়াটা চাইলে এড়াতে পারতেন বাটলার।

Also Read: সাকিবদের হাতে ধবলধোলাই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

সেটি না করায় ম্যাচ শেষে নিজেকে নিয়েই হতাশা প্রকাশ করেছেন বাটলার, ‘পরপর দুই উইকেট হারানো ম্যাচের ভাগ্য নির্ধারণে ভূমিকা রেখেছে। ডাইভ না দেওয়ার কারণে আমি নিজেকে নিয়ে হতাশ। সম্ভবত সেটি আমাদের ম্যাচ হারার কারণ।’

Also Read: চরিত্র বদলে টি–টোয়েন্টিতে লিটনের সর্বোচ্চ

বোলিংয়েও শুরুটা ভালো না হলেও শেষ দিকে দারুণভাবে ফিরে আসেন ইংলিশ বোলাররা। শেষ ৫ ওভারে তাঁরা দেন মাত্র ২৭ রান। লক্ষ্যটা নিজেদের নাগালেই ছিল বলে মনে করেন বাটলার, ‘আমরা (বোলিংয়ে) দারুণভাবে ফিরে এসেছিলাম। আমরা মাঠে কিছু সুযোগ নষ্ট করেছি, যা খুবই হতাশাজনক। ম্যাচ যতই এগিয়েছে উইকেট আরও ভালো হয়েছে। আমার মনে হয়, আমরা ওদের কাঙ্ক্ষিত সংগ্রহে আটকে রাখতে পেরেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল, আমরা এই রান তাড়া করতে পারব, কিন্তু সেটা হয়নি।’

Also Read: টি-টোয়েন্টিতে ১০০ উইকেট মোস্তাফিজের

Also Read: যেভাবে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়

Also Read: সিরিজের শেষ ম্যাচটা যেভাবে জিতল বাংলাদেশ