
ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার শেষ ওভারে দরকার ছিল ৭ রান, শেষ দুই বলে ৪। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে এই সহজ সমীকরণ মেলাতে পারেনি প্রোটিয়ারা। শেষ ৬ বলের দুটিতে উইকেট হারিয়ে, আরও দুটিতে ডট খেলে দলটি ম্যাচ হেরেছে ৩ রানে। যদিও হাতে থেকে গেছে ৪ উইকেট।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে এমন হারের পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক রেসি ফন ডার ডুসেন বলেছেন, তাঁর দল জয় থেকে এক সেন্টিমিটারের মতো দূরত্বে ছিল।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটির ফাইনালে বেশিরভাগ সময়ই জয়ের সম্ভাবনায় এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকাই। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করে ৫ উইকেটে ১৮০। তাড়া করতে নেমে লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও রিজা হেনড্রিকসের উদ্বোধনী জুটি ৯.৪ ওভারেই তুলে ফেলে ৯২ রান।
জুটি ভাঙার পর হাল ধরেন অধিনায়ক ফন ডার ডুসেন। তবে ১৫তম ওভারের শেষ বলে ডুসেন অ্যাডাম মিলনের বলে আর ১৬তম ওভারের প্রথম বলে রুবিন হেরমান জ্যাকব ডাফির বলে আউট হলে খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
এরপরও শেষ ওভারে দরকারটা ৭ রানে নামিয়ে এনেছিলেন ডেভাল্ড ব্রেভিস ও জর্জ লিন্ডা। ম্যাট হেনরির করা ওভারটির প্রথম বলে ব্রেভিস দেন ডট, পরের বলে হন আউট। করবিন বশ নেমে তৃতীয় বলে দুই আর চতুর্থ বলে এক নিলে শেষ দুই বলে দরকার পড়ে ৪ রানের।
তবে পঞ্চম বলে লিন্ডা ক্যাচ তুললে শেষ বল খেলার জন্য নামেন সেনুরান মুতুসামি। হেনরির অফ-কাটার স্লোয়ার ডেলিভারি তিনি ব্যাটেই লাগাতে পারেননি। নিউজিল্যান্ড ম্যাচ জিতে নেয় ৩ রানে।
এই সিরিজে তৃতীয় দল ছিল জিম্বাবুয়ে।
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৮০/৫ (কনওয়ে ৪৭, রবীন্দ্র ৪৭, সাইফার্ট ৩০; এনগিডি ২/২৪)। দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭৭/৬ (প্রিটোরিয়াস ৫১, হেনড্রিকস ৩৭, ব্রেভিস ৩১; হেনরি ২/১৯)। ফল: নিউজিল্যান্ড ৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ম্যাট হেনরি।