
নাহিদ রানার সুযোগ কি আসবে?
বাংলাদেশ পেসার নাহিদ রানা পিএসএল খেলতে গেছেন গত ২৭ এপ্রিল। এরপর তাঁর দল পেশোয়ার জালমি ম্যাচ খেলেছে ৩টি। তবে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি বাংলাদেশের এই ফাস্ট বোলার। দিন কাটছে বেঞ্চে বসে। কেন পেশোয়ারে খেলার সুযোগ পাচ্ছেন না নাহিদ?
নাহিদের কপাল পুড়ছে তিনি শুরু থেকে থাকতে না পারাতেই! জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলার কারণে নাহিদ রানা পেশোয়ার দলে যোগ দেন ৫ ম্যাচ পর।
তাঁর বিকল্প হিসেবে ৫ ম্যাচের জন্য ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডকে দলে নেয় পেশোয়ার। তবে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন উড। তাই নাহিদ দলে যোগ দেওয়ার পরও উডকে রেখে দেয় পেশোয়ার।
বিকল্প হিসেবে দলে নিয়ে উডকে পেশোয়ার রেখে দিতে পেরেছে মূলত পেশোয়ারের দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জর্জ লিন্ড পারিবারিক কারণে দেশে ফেরায়। উড এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯টি। নতুন বলে বোলিং করার পরও ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৯৪ করে। বোঝাই যাচ্ছে এই বাঁহাতি পেসারের ইমপ্যাক্ট কতটা!
ভালো করছেন পেশোয়ারের আরেক পেসার আলজারি জোসেফও। তিনি এই মৌসুমে পেশোয়ারের হয়ে সব কটি ম্যাচ খেলেছেন। ৮ ম্যাচে উইকেট নিয়েছেন ১২টি। যদিও ওভারপ্রতি রান খরচ করেছেন ৮.৮০ করে। তবে উডের সঙ্গে জোসেফের জুটি পেশোয়ারকে সাফল্য দিচ্ছে। অথচ দুজন বিদেশি পেসার খেলানোয় নাহিদ রানার এই দলের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাটা বেশিই ছিল।
নাহিদের দলে সুযোগ পেতে হলে জোসেফের জায়গাতেই খেলতে হবে। কোনো দলই তো আর তিন বিদেশি পেসার খেলাবে না! দুর্দান্ত বোলিংয়ে উড নিজের জায়গাটা শক্তভাবেই ধরে রেখেছেন। তবে জোসেফই মাঝেমধ্যে খরুচে বোলিং করেন।
কাল সর্বশেষ ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে ৩ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন জোসেফ। তবে মুলতান সুলতানকে মাত্র ১০৮ রানে গুটিয়ে দিয়েছে পেশোয়ারের বোলিং লাইনআপ। এই কম্বিনেশন কি তারা ভাঙতে চাইবে?
৮ ম্যাচে ৪টিতে জেতা বাবরের পেশোয়ারের জন্য বাকি থাকা দুই ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। জিততে হবে দুটিতেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কি নাহিদ রানাকে সুযোগ দেবে পেশোয়ার?
আর সুযোগ দিলে সেটি কার জায়গায়?