Thank you for trying Sticky AMP!!

উইকেট পাওয়ার সতীর্থ রবীন্দ্র জাদেজার অভিনন্দন পেলেন মোস্তাফিজ

ডু প্লেসি, পাতিদার, কোহলি, গ্রিনকে ফিরিয়ে ৪ উইকেট মোস্তাফিজের

মাতিশা পাতিরানার চোটের কারণে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। সুযোগটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন বাংলাদেশের পেসার। আইপিএলে নিজের পঞ্চম দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিতে শুরু করেছেন উইকেট।

মোস্তাফিজ তাঁর প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাঁর প্রথম শিকার বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। দুর্দান্ত এক কাটারে ডু প্লেসিকে তিনি ক্যাচ বানিয়েছেন রাচিন রবীন্দ্রর। ওভারের তৃতীয় বলের পর তিনি উইকেট নেন ষষ্ঠ বলে। ভালো লেংথের বলে রজত পাতিদারকে উইকেটের পেছনে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানান তিনি।

Also Read: চেন্নাইয়ের প্রথম ম্যাচের একাদশে মোস্তাফিজ

অথচ মোস্তাফিজকে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় যখন বোলিংয়ে আনেন, বেঙ্গালুরু রীতিমতো উড়ছিল। ৪ ওভারে বেঙ্গালুরুর রান তখন বিনা উইকেটে ৩৭। অধিনায়কের আস্থার প্রতিদান তিনি দিয়েছেন দারুণভাবে। দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার পর মোস্তাফিজকে বোলিং থেকে সরিয়ে নিয়েছিলেন রুতুরাজ। পরে ইনিংসের ১২তম ওভারে তাঁকে আবার ফিরিয়ে আনেন। এসে বিরাট কোহলির পর তুলে নেন ক্যামেরন গ্রিনকে। ২ ওভারে ৪ উইকেট পেতে মোস্তাফিজ রান দিয়েছেন ৭টি।

পরে আরও ২ ওভার বোলিং করলেও উইকেটের সংখ্যা বাড়াতে পারেননি মােস্তাফিজ। ইনিংস শেষে তাঁর বোলিং বিশ্লেষণটা এ রকম: ৪–০–২৯–৪।