Thank you for trying Sticky AMP!!

অনন্য মাইলফলক স্পর্শ করেছেন রবীন্দ্র জাদেজা

ইমরান, কপিল ও হ্যাডলিকে ছাড়িয়ে জাদেজা

নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সব মিলিয়ে ৭ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট পাওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকে বল পেতে মরিয়া ছিলেন এই স্পিন অলরাউন্ডার। কারণ, আর একটা উইকেট পেলেই যে অনন্য এক মাইলফলকে পৌঁছে যাওয়ার হাতছানি ছিল জাদেজার।

সেই ১ উইকেটের অপেক্ষা ঘোচাতে খুব বেশি সময় লাগেনি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৬তম ওভারেই সেই ১ উইকেট পেয়ে গেছেন জাদেজা। নিজের নবম ওভারে লোকেশ রাহুলের অসাধারণ এক ক্যাচে পরিণত করেন উসমান খাজাকে। টেস্ট ক্রিকেটে এটি ছিল তাঁর ২৫০তম উইকেট।

Also Read: ফেঁসে যাওয়ার পর ভারতের প্রধান নির্বাচকের পদত্যাগ

এই উইকেটে তিনি টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়ের একটি তালিকায় ঢুকে গেছেন জাদেজা। টেস্ট ক্রিকেটে এখন ২৫০০ রান ও ২৫০ উইকেট হয়ে গেছে তাঁর। এই মাইলফলক জাদেজা ছুঁয়েছেন ৬২ টেস্টে, যা দ্বিতীয় দ্রুততম।

জাদেজার উদ্‌যাপনে সঙ্গী বিরাট কোহলি

২৫০০ রান ও ২৫০ উইকেট—এই মাইলফলকে ম্যাচের হিসাবে সবচেয়ে দ্রুততম ইয়ান বোথাম। ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডারের এই মাইলফলকে পৌঁছাতে লেগেছে মাত্র ৫৫ টেস্ট। বোথাম ছাড়িয়ে যেতে না পারলেও জাদেজা এই রেকর্ডে পেছনে ফেলেছেন ইমরান খান, কপিল দেব ও রিচার্ড হ্যাডলির মতো কিংবদন্তিদের।

Also Read: নকল অশ্বিন পড়ে টেস্ট ‘পরীক্ষা’য় আসল অশ্বিনে ‘ফেল’ অস্ট্রেলিয়া

২৫০০ রান ও ২৫০ উইকেট পেতে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরানের লেগেছে ৬৪ ম্যাচ। ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব এ মাইলফলকে পৌঁছেছেন ৬৫ ম্যাচে। আর কিউই কিংবদন্তি হ্যাডলির লেগেছে ৭০ ম্যাচ।

সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে এই মাইলফলক ছুঁয়েছেন জাদেজাকে সহ ১৪ জন।

Also Read: নাগপুরে অস্ট্রেলিয়াকে ‘নাচিয়ে’ র‍্যাঙ্কিংয়ে এগোলেন অশ্বিন–জাদেজা