নাজমুল রান পেলেও জয়ের মতো স্কোর পায়নি বাংলাদেশ
নাজমুল রান পেলেও জয়ের মতো স্কোর পায়নি বাংলাদেশ

এলোমেলো ক্রিকেট থেকে বের হতে চান নাজমুল

দ্বিপক্ষীয় সিরিজের বাংলাদেশ আর আইসিসি ইভেন্টের বাংলাদেশ যেন দুটি দল! দ্বিপক্ষীয় সিরিজে যে বাংলাদেশ মাঝেমধ্যেই বড় দলগুলোকেও মরণকামড় দেয়, আইসিসি ইভেন্টে বেশির ভাগ সময়ই তাদের পারফরম্যান্স হয় লেজেগোবরে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন অবশ্য বেছে নিলেন ‘এলোমেলো’ শব্দটা। ভবিষ্যতের জন্য এমন ‘এলোমেলো’ ক্রিকেট থেকে বের হওয়ার পথ খুঁজে পেতে চান তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে শেষ হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের খারাপ করা নিয়ে অধিনায়কের মন্তব্য, ‘আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’

বোলিংয়ে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ

আজ যেমন ব্যাটিং আবারও খারাপ হলেও ভালো হয়েছে বোলিং। নিউজিল্যান্ডকে তো শুরুতে একটু কাঁপিয়েই দিয়েছিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। বোলাররা সে জন্য অধিনায়কের প্রশংসাও পেয়েছেন, ‘বোলিংয়ে আমরা খুবই ভালো শুরু করেছিলাম। কিন্তু ওরাও (নিউজিল্যান্ড) পরে ভালো ব্যাটিং করে। বোলারদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারতাম না। তারা খুবই ভালো করেছে।’

আর ব্যাটিং? দুবাইয়ে ভারত ম্যাচের বাজে ব্যাটিংয়ের ধারাবাহিকতাই যেন আজ ধরে রাখলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সঙ্গে ফিল্ডিংটাও হয়নি প্রত্যাশিত রকমের ভালো। এ নিয়ে অধিনায়ক হিসেবে বেশ হতাশ নাজমুল, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করলেও ব্যাটিং–ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। একই ভুল আমরা বারবার করছি। এরপর থেকে চেষ্টা করব এই জায়গায় বদল আনতে।’

দলীয় ব্যাটিং ভালো হয়নি বাংলাদেশের

ব্যাটিংয়ে আজ বাংলাদেশ ডট বল দিয়েছে ১৮১টি। অর্থাৎ ৫০ ওভারের মধ্যে ৩০.১ ওভারেই বাংলাদেশ কোনো রান করেনি! নাজমুল উন্নতির জায়গা দেখছেন এখানেও। তবে এত বেশি ডট বল দেওয়ার একটা ব্যাখ্যাও আছে তাঁর কাছে, ‘একটা সময় ৫–১০ ওভার পরপরই আমাদের উইকেট পড়েছে। এটা ডট বল বেশি হওয়ার একটা কারণ। বড় জুটি গড়তে পারলে এত বেশি ডট বল হয়তো হতো না।’

রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংবান্ধব হলেও নাজমুলের অভিজ্ঞতা বলছে, আজকের উইকেটটি ৩৭০–৩৮০ রানের উইকেট ছিল না। এটি ২৮০–৩০০ রানের উইকেট। বাংলাদেশের সেই রানেরও ধারেকাছে যেতে না পারার কারণ হিসেবে ব্যাটসম্যানদের বাজে শটকেই দায়ী করেছেন অধিনায়ক। নিউজিল্যান্ডের অফ স্পিনার মিচেল ব্রেসওয়েলের মাত্র ২৬ রানে ৪ উইকেট পাওয়ার পেছনেও সেটাকেই মনে করছেন কারণ, ‘আমরা কিছু বাজে শট খেলে আউট হয়েছি। ব্রেসওয়েলও ভালো বোলিং করেছে। তবে আমার মনে হয় তাকে আমরা আরেকটু ভালোভাবে খেলতে পারতাম। তার বলে ভুল শট বেশি খেলেছি আমরা।’

ব্যাটিং ব্যর্থতায় আরও একটি হার মেনে নিতে হলো বাংলাদেশকে

২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। অধিনায়ক জানিয়েছেন, টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেলেও ম্যাচটা তাঁরা গুরুত্ব দিয়েই খেলবেন, ‘আমরা চেষ্টা করব ম্যাচটা জিততে। এক শ ভাগ চেষ্টা করব পরিকল্পনা বাস্তবায়ন করতে। কারণ, দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের।’