বাংলাদেশ ইনিংস ঘোষণার সময় মুশফিক অপরাজিত ছিলন ৫৩ রানে
বাংলাদেশ ইনিংস ঘোষণার সময় মুশফিক অপরাজিত ছিলন ৫৩ রানে

কেন রেকর্ড গড়ার সুযোগ পেলেন না মুশফিক

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেন মুশফিকুর রহিম। কিন্তু চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে মাত্র ১০ মিনিট ব্যাটিং করার পরই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক নাজমুল হোসেন। তখন অপরাজিত ছিলেন মুশফিক, রান ৫৩। কেন তাঁকে সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না—দিন শেষে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।