যশপ্রীত বুমরা
যশপ্রীত বুমরা

বুমরার অধিনায়ক না হওয়ার কারণ তাহলে এটাই

যশপ্রীত বুমরা না হয়ে ভারতের টেস্ট অধিনায়ক কেন শুবমান গিল—এ নিয়ে নানাজন নানা মত দিচ্ছেন। বুমরা এর মধ্যেই অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন প্রথমবারের মতো।

ভারতকে তিনটি টেস্টে নেতৃত্ব দেওয়া এই পেসার ইংল্যান্ড সিরিজের আগে জানিয়েছেন, তিনি নিজেই অধিনায়ক হতে চাননি। রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেওয়ার আগেই ব্যাপারটি তিনি বিসিসিআইকে জানিয়েছেন।

সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে রোহিতের অবর্তমানে দুটি টেস্টে নেতৃত্ব দেন বুমরা। কৌশলগত দক্ষতা দেখে অনেকে মনে করেছিলেন, বুমরা নিয়মিত অধিনায়ক হতে পারেন। পরে অবশ্য বুমরাকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়।

কারণটা স্কাই স্পোর্টসে বলেছেন বুমরা, ‘এখানে কোনো মজাদার গল্প নেই। কোনো বিতর্ক নেই। আমাকে সরিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা এমন না। রোহিত আর বিরাট আইপিএলের সময় টেস্ট থেকে অবসর নেন। তারও আগে আমি বিসিসিআইকে জানিয়েছিলাম। পাঁচ ম্যাচের সিরিজে আমার ওয়ার্ক লোড নিয়ে কথা বলেছিলাম। আমি আমার সার্জনের সঙ্গেও কথা বলি। তিনি বলেন, আমাকে ওয়ার্ক লোড বুঝে চলতে হবে। তখনই বুঝেশুনে খেলার সিদ্ধান্তে আসি।’

আমি তিনটা টেস্ট ম্যাচ খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। অবশ্যই সংখ্যাটা নির্ধারিত নয়। প্রথম টেস্টটা নিশ্চিত। হ্যাঁ, এটা খেলবই।
ইংল্যান্ড সিরিজ নিয়ে বুমরা

বুমরা যোগ করেন, ‘এরপর আমি বিসিসিআইকে ফোন করে বলি, আমাকে যেন নেতৃত্বের জন্য বিবেচনা না করা হয়। কারণ, পাঁচ ম্যাচ সিরিজে সব ম্যাচ খেলতে পারব না। পাঁচ ম্যাচের সিরিজে যদি তিনটা ম্যাচে একজন অধিনায়ক হয়, আর বাকি দুইটায় অন্য কেউ—সেটা দলের জন্যও ঠিক হবে না।’

তবে বুমরা স্বীকার করেছেন, তাঁরও অধিনায়ক হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু চোটপ্রবণ শরীরে বেশি চাপ নিলে টেস্ট ক্যারিয়ার দ্রুতই শেষ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা ছিল তাঁর, ‘অধিনায়কত্ব একটা দায়িত্ব। কিন্তু এ ছাড়াও দলে নেতার ভূমিকায় তো থাকাই যায়। আমি সেটাই করতে চেয়েছি। আর আমি জানি, যদি সাবধান না থাকি, তাহলে ভবিষ্যতে কী হবে বলা মুশকিল। হঠাৎই হয়তো এই সংস্করণ ছাড়তে হতে পারে। আমি এমনটা চাই না।’

বুমরা আরও বলেছেন, ‘দলের স্বার্থেই দীর্ঘমেয়াদি চিন্তা করা উচিত। আমি যেভাবে সম্ভব, সেভাবে সাহায্য করব। তবে হ্যাঁ, অধিনায়কত্ব আমার কাছেও অনেক কিছু। আমি এর জন্য অনেক পরিশ্রম করেছি। কিন্তু মাঝেমধ্যে আপনাকে বড় করে ভাবতে হবে। আমি অধিনায়কত্বের চেয়ে ক্রিকেটকে বেশি ভালোবাসি।’

বুমরা কি এভাবেই ইংল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠবেন?

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী পরশু। এই সিরিজে বুমরা কয়টি ম্যাচ খেলবেন, তা নিয়ে বলেছেন, ‘আমি তিনটা টেস্ট ম্যাচ খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। অবশ্যই সংখ্যাটা নির্ধারিত নয়। প্রথম টেস্টটা নিশ্চিত। হ্যাঁ, এটা খেলবই। বাকি ম্যাচগুলো পরিস্থিতি ও ওয়ার্ক লোড দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এ মুহূর্তে আমি তিনটা ম্যাচ খেলতে পারব। আর আমি এমন অবস্থায় যেতে চাই না, যেখানে আমাকে মরিয়া হয়ে নামতে হবে।’

গত বছর নভেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় বোর্ডার–গাভাস্কার সিরিজে সিডনিতে শেষ টেস্ট চলাকালীন চোটে পড়েন বুমরা। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলতে পারেননি। মাঠে ফেরেন আইপিএলের মাঝপথে।

ইংল্যান্ড সফরে লিডসে প্রথম টেস্ট হবে জানুয়ারির পর তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ।