বিপিএল ট্রফি
বিপিএল ট্রফি

বিপিএলে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে আগ্রহ প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ‘নোয়াখালী রয়্যালস’ নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে সায়ান গ্লোবালস নামে একটা প্রতিষ্ঠান। বিপিএলের আগামী আসরে দল নিতে চায় তারা। বিসিবির কাছে নিজেদের এই আগ্রহের কথা এরই মধ্যে জানিয়েছে সায়ান গ্লোবাল। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যোগাযোগের জন্য লন্ডনের একটি ঠিকানা দেওয়া আছে।

নতুন এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আজ মিরপুরে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আমাদের দিক থেকে পুরোপুরি প্রস্তুত, যে ডকুমেন্টেশনগুলো লাগে (বিসিবিকে দেওয়ার জন্য), এগুলো আমাদের জানা আছে, আমরা তৈরি করে রেখে দিয়েছি। আশা করি, আমাদের প্রস্তাবটা তাঁরা ইতিবাচকভাবে দেখবেন এবং নোয়াখালীর মানুষের প্রত্যাশা পূরণ করবে।’

বিপিএলে গতবার চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল

এ নিয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম প্রথম আলোকে জানিয়েছেন, বিসিবি যখন ইওআই (এক্সপ্রেস অব ইন্টারেস্ট) অথবা দল নির্বাচনের বিডিং আহ্বান করবে, তখন সবকিছু একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে।  

এখন পর্যন্ত বিপিএলের ১১টি আসর অনুষ্ঠিত হয়েছে। কখনোই নোয়াখালী নামে কোনো ফ্র্যাঞ্চাইজি দেখা যায়নি। গত আসরে বিপিএল নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। এবারের বিপিএলকে সেগুলো থেকে দূরে রাখার আশা বিসিবির। তবে কখন বিপিএলের আগামী আসর হবে, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজ বিকেলে বিসিবিতে সভায় বসেছেন পরিচালকেরা। যেখানে আরও অনেক ইস্যুর সঙ্গে বিপিএল নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।