
ওয়ানডে ও টেস্টের পর পাকিস্তানের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজও জিতল বাংলাদেশ। বাংলাদেশ তিন সংস্করণেই সিরিজ জিতেছে তিনটি দলের বিপক্ষে।
২০১৫ সালে ওয়ানডে সিরিজ, ২০২৪ সালে টেস্ট সিরিজ, ২০২৫ সালে টি-টোয়েন্টি সিরিজ—পাকিস্তানের বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ জয়ের চক্র পূরণ করে ফেলল বাংলাদেশ দল। বাংলাদেশ খুব বেশি দলের বিপক্ষে তিন সংস্করণে একাধিক ম্যাচের সিরিজ জিততে পারেনি। পাকিস্তানের আগে শুধু ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের বিপক্ষেই ছিল এ অর্জন।
বাংলাদেশ প্রথম এই চক্র পূরণ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে। ২০০৯ সালেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতে ওই বছর।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন সিরিজে জয় আসে ২০২০ সালে। ২০০৫ সালে দেশের মাটিতে জিম্বাবুয়েকে হারিয়েই প্রথম টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথম একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতে ২০২০ সালে।
বাংলাদেশ আরও চারটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে দুই সংস্করণে সিরিজ জিতেছে। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে শুধু টেস্ট সিরিজই জিততে পারেনি বাংলাদেশ। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে অবশ্য এখনো একাধিক ম্যাচের টেস্ট সিরিজ খেলেনি বাংলাদেশ।
বাংলাদেশ এক সংস্করণে সিরিজ জিতেছে ভারত (ওয়ানডে), অস্ট্রেলিয়া (টি-টোয়েন্টি), ইংল্যান্ড (টি-টোয়েন্টি) ও দক্ষিণ আফ্রিকার (ওয়ানডে) বিপক্ষে।