
খেলা দেখার জন্য ‘পারফেক্ট প্লেস’ বলতে যা বোঝায়, গল দুর্গ সেটাই। ৪৪১ বছরের পুরোনো এই দুর্গ ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহ্যবাহী স্থানও। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সেরা দৃশ্যের দেখা মেলে সেখান থেকেই।
গলে চলমান শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্টে দুর্গের পশ্চিম পাশে দুই দিন ধরে দেখা যাচ্ছে আরেকটি দৃশ্য। হয়তো দেখা যাবে আজ ম্যাচের তৃতীয় দিনেও। কয়েকজন লঙ্কান দুর্গের দেয়ালে একটি ব্যানার লাগিয়েছেন, যাতে লেখা ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’।
অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তির প্রতি স্থানীয়দের এমন শ্রদ্ধা ও ভালোবাসা ওয়ার্ন পরিবারের হৃদয় ছুঁয়ে গেছে। ছেলে জ্যাকসন ওয়ার্ন লঙ্কানদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘বাবা দেখে থাকলে খুশি হবেন।’
গল আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে নানাভাবে জড়িয়ে শেন ওয়ার্নের নাম। প্রায় তিন বছর আগে ওপারে পাড়ি জমানো ওয়ার্ন তাঁর টেস্ট ক্যারিয়ারের ৫০০তম উইকেট নিয়েছিলেন এই মাঠেই, ২০০৪ সালের মার্চে প্রথম স্পিনার হিসেবে।
সেই বছরই ভয়াবহ সুনামিতে গল স্টেডিয়াম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন হাজারো মানুষ। এসব দেখে মন কেঁদে ওঠে ওয়ার্নের। স্থানীয়দের পাশে দাঁড়াতে ও গল স্টেডিয়াম পুনর্নিমাণ করতে আরেক কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে নিয়ে ১০ লাখ ডলার ত্রাণ সহায়তার ব্যবস্থা করে দেন।
২০০৫ সালে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার কোনো ম্যাচ না থাকলেও ওয়ার্ন ঠিকই গলে ছুটে যান। স্থানীয়দের অভ্যর্থনায় সিক্ত হন এবং সেখানকার শিশুদের লেগ স্পিন শেখান।
প্রায় দুই দশক হতে চললেও ওয়ার্নের সেই অবদান গলবাসী ভোলেননি। এ কারণেই গল দুর্গের পশ্চিম পাশের একটি জায়গায় ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’ লেখা ব্যানার লাগিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লঙ্কান সমর্থকেরা।
সেই ছবিটা কাল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে ভিডিও বার্তা দিয়েছেন শেন ওয়ার্নের ছেলে জ্যাকসন ওয়ার্ন। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টেস্টে এটা বাবার প্রতি লঙ্কানদের সম্মান জানানোর একটি চিহ্ন। ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। কারণ, আমার মনে হয়েছে এটা সত্যিই চমৎকার। যেসব লঙ্কান এটা করেছে, তাঁদের ধন্যবাদ।’
ক্রিকেটে পুরোপুরি মনোনিবেশ করার আগে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল ক্লাব সেন্ট কিল্ডায় খেলতেন ওয়ার্ন। সেন্ট কিল্ডার লোগোয় আছে তিনটি রং—সাদা, কালো ও লাল। ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’ লেখা ব্যানারেও ওই তিন রং শোভা পাচ্ছে।
সেটিই মনে করিয়ে দিয়ে জ্যাকসন ওয়ার্ন আরও বলেন, ‘আপনারা লক্ষ করেছেন কি না, (ব্যানারের) রং আসলে লাল, সাদা ও কালো। এটা (শেন ওয়ার্নের) উত্তরাধিকারের রং এবং সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবের রং। আপনাদের কৃতজ্ঞতা জানাই। এটা সত্যিই অসাধারণ। বাবা দেখে থাকলে খুশি হবেন।’
বিশ্বের আরও দুটি স্টেডিয়ামে ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’ আছে। দুটিই তাঁর শহর মেলবোর্নে—একটি বিখ্যাত এমসিজিতে, অন্যটি জংশন ওভালে।
টেস্টে শ্রীলঙ্কার মাটিতে ৩৭ উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন, যা অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ। নাথান লায়নের উইকেট ৩৬টি। অভিজ্ঞ এই অফ স্পিনার এই টেস্টেই ওয়ার্নকে ছাড়িয়ে যেতে পারেন।
টেস্ট ইতিহাসের শীর্ষ দুই উইকেটশিকারি ও দুই কিংবদন্তি স্পিনারকে সম্মান জানাতে ২০০৭ সালে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের নামকরণ করা হয় ওয়ার্ন-মুরালিধরন ট্রফি।
ফলো অনে পড়ার শঙ্কা নিয়ে গল টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে গেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো তারা ৫১৮ রানে পিছিয়ে, হাতে ৫ উইকেট। ফলো অন এড়াতে হলে করতে হবে আরও ৩১৯ রান।
৬ উইকেটে ৬৫৪ রান তুলে গতকাল প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ৩ উইকেটে ৪৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে।
আজ তৃতীয় দিনের প্রথম সেশনে আরও ২ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। আউট হয়েছেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল ৬৩ ও শেষ স্বীকৃত ব্যাটসম্যান কুশল মেন্ডিস ১০ রানে অপরাজিত আছেন।
লঙ্কানরা ৫ উইকেটে ১৩৬ রান তোলার পর বৃষ্টি নামলে মাঠের আম্পায়াররা আগেভাগেই মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গলে এখনো বৃষ্টি হচ্ছে। পুরো কাভারে ঢাকা। তাই মধ্যাহ্ন বিরতির সময় শেষ হলেও এখনো খেলা শুরু করা সম্ভব হয়নি।