ভারত ক্রিকেট দল
ভারত ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজকে হারাতে তিন দিনও লাগল না ভারতের

আহমেদাবাদ টেস্ট শেষ হতে তিন দিনও লাগল না। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ভারতের কাছে ইনিংস ও ১৪০ রানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য ফলটা খুব একটা অবাক হওয়ার নয়। পরিসংখ্যানও তা–ই বলছে—ভারতের মাটিতে ভারতের বিপক্ষে আগের পাঁচ টেস্টের প্রতিটিতেই তিন দিনের মধ্যে হেরেছে ক্যারিবীয়রা। এর মধ্যে চারটিতে ইনিংস ব্যবধানে হার, আর অন্যটিতে ১০ উইকেটে। আহমেদাবাদ টেস্টে হেরে তাই যেন নিজেদের এই ‘ধারাবাহিকতা’ই রক্ষা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ থেমেছিল ১৬২ রানে। জবাবে ভারত তোলে ৫ উইকেটে ৪৪৮ রান। ২৮৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৪৬ রানে। দুই ইনিংস মিলিয়ে তারা খেলেছে মাত্র ৮৯.২ ওভার—ভারতের বিপক্ষে কোনো টেস্টে দুই ইনিংস ব্যাট করে এর চেয়ে কম ওভার আর কখনো খেলেনি তারা। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

২৮৬ রানে পিছিয়ে থেকে ইনিংস ব্যবধানে হারটা তাই অনুমিতই ছিল। শেষ ১৫ টেস্ট ইনিংসে একবারও ২৮৬ রান পার করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ স্কোর ২৫৩। ওই ১৫ ইনিংসে ২০০ পার হতে পেরেছে মাত্র দুবার।

৩ উইকেট নিয়েছেন সিরাজ

ভারতও তাই ২৮৬ রানকেই নিরাপদ মনে করেছিল। তৃতীয় দিনে আজ তারা আর ব্যাটিংয়েই নামেনি। সিদ্ধান্তটা যে ভুল ছিল না, সেটা প্রমাণ করতে সময় লাগেনি ছন্দে থাকা মোহাম্মদ সিরাজের।

দলীয় ১২ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার তেজনারায়ণ চন্দরপলকে ফেরান সিরাজ। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় রবীন্দ্র জাদেজার হাতে। তাঁর ঘূর্ণির জালে জড়িয়ে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। ৪৬ রানেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেলের পর ব্রেন্ডন কিং ও শাই হোপকে আউট করেন জাদেজা। অধিনায়ক রোস্টন চেজকে ফেরান কুলদীপ যাদব।

অলিক আথানেজে (৩৮) ও জাস্টিন গ্রিভস (২৫) কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ঠিকই, কিন্তু সেই জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। এরপর ফিরে এসে একই ওভারে জোড়া আঘাত হানেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার ৩ উইকেট।

সেঞ্চুরির পর জাদেজা

দ্বিতীয় ইনিংসে বল হাতে ৪ উইকেটের পাশাপাশি প্রথম ইনিংসে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলা জাদেজা হয়েছেন ম্যাচসেরা। এক টেস্টে সেঞ্চুরি ও ৪ উইকেট নেওয়ার কীর্তি জাদেজার এটা চতুর্থবার। এই তালিকায় তাঁর পাশে আছেন গ্যারি সোবার্স ও রবিচন্দ্রন অশ্বিন। শীর্ষে ইয়ান বোথাম, যিনি পাঁচবার গড়েছেন এই কীর্তি।

টেস্টে ১১তমবারের মতো ম্যাচসেরা হয়েছেন জাদেজা, যা ভারতের হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। রাহুল দ্রাবিড়ও ম্যাচসেরা হয়েছেন ১১ বার। সবচেয়ে বেশি ১৪ বার ম্যাচসেরা হয়েছেন শচীন টেন্ডুলকার।

প্রথম ইনিংসে জাদেজার মতো সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল ও ধ্রুব জুরেলও।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ ও ১৪৬ (আথানেজে ৩৮ জাস্টিন গ্রিভস ২৫; জাদেজা ৪/৫৪, সিরাজ ৩/৩১) ভারত ১ম ইনিংস: ১২৮ ওভারে ৪৪৮/৫ (জুরেল ১২৫, জাদেজা ১০৪*, রাহুল ১০০, গিল ৫০; চেজ ২/৯০, সিলস ১/৫৩)। ফল: ভারত ইনিংস ও ১৪০ রানে জয়ী। ম্যাচসেরা: রবীন্দ্র জাদেজা