Thank you for trying Sticky AMP!!

বক্সিং ডে টেস্টে শেষবারের মতো ব্যাটিং করে ফিরছেন ডেভিড ওয়ার্নার

আরব আমিরাতের লিগে খেলতে অস্ট্রেলিয়ার সিরিজে থাকবেন না ওয়ার্নার

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজ সম্ভবত খেলবেন না ডেভিড ওয়ার্নার। বিদেশের কোনো লিগের জন্য জাতীয় দলের হয়ে না খেলা ওয়ার্নারের মতো কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারের জন্য বেশ তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

আগামী ২ থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে দেশের মাটিতে ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার কথা অস্ট্রেলিয়ার। আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) হবে ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে। সে লিগের দল দুবাই ক্যাপিটালসের হয়ে চুক্তি আছে ওয়ার্নারের।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট দিয়ে এ সংস্করণ থেকে অবসরে যাবেন ওয়ার্নার। এরপর বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলার কথা আছে বাঁহাতি এ উদ্বোধনী ব্যাটসম্যানের। তবে থান্ডার লিগ পর্ব পেরোলে ওয়ার্নারকে তারা পাবে কি না, সেটি নিশ্চিত নয়।

Also Read: নিজের জায়গায় পছন্দের ব্যাটসম্যানের নাম বলে সমালোচিত ওয়ার্নার

ওয়ার্নার যে আইএল টি-টোয়েন্টিতে খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করবেন, সেটি জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংস্থার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। ওয়ার্নার দেশের মাটিতে কোনো ক্রিকেট মিস করবে কি না, এমন প্রশ্নের জবাবে এসইএন রেডিওকে তিনি বলেন, ‘আমার মনে হয় এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে হ্যাঁ। আমি জানি সে বিগ ব্যাশে খেলতে বদ্ধপরিকর।’

তিনি যে ওয়ার্নারের এমন সিদ্ধান্তের পক্ষে, সেটিও নিশ্চিত করেন গ্রিনবার্গ, ‘ডেভের জীবনের পরের ধাপে সে যে নিজের দিকটা দেখবে, তা নিয়ে কোনো সংশয় নেই—কোথায় সে বিনিয়োগ করলে বিনিময়ে সেরা কিছু পাবে। আমার মনে হয় না এতে বেঠিক কিছু আছে, আমি তো বরং তাকে এমন করতে উৎসাহিতই করব।’

এরপর গ্রিনবার্গ যোগ করেন, ‘এমন সময় আসবে সে নির্দিষ্ট কিছু ম্যাচ এবং সফর নিশ্চিত মিস করতে চাইবে। আমাদের মাথায় এমন ব্যাপারই আছে। কেউ হয়তো এমন কিছু পছন্দ করবে না। কিন্তু এমন একটি আধুনিক বিশ্বেই আমরা বাস করি এবং আমাদের এটি মেনে নিতে হবে।’

পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলে অবসর নেবেন ওয়ার্নার

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট থেকে অবসর নিতে চলা ওয়ার্নার ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা প্রকাশ করেছেন। তবে ওয়ানডেতে কত দিন খেলবেন, ঠিক সেটি নিশ্চিত করেননি। তবে ২০২৭ সালের পরবর্তী বিশ্বকাপে যে গত অক্টোবরে ৩৭ পূর্ণ করা ওয়ার্নার থাকবেন না, তা বলাই যায়।

ওয়ার্নার অবশ্য আগেই বলে দিয়েছেন, পরের বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে তিনি থাকবেন না। সর্বশেষ বিশ্বকাপের সময় তিনি বলেছিলেন, ‘আমি কেন্দ্রীয় চুক্তির (প্রস্তাব) নেব না, অবশ্যই না। ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যবস্থাটা এমন, আপনি যদি পাঁচটি টি-টোয়েন্টি অথবা ওয়ানডে খেলেন বা তিনটি টেস্ট—তাহলে আপনার উন্নতি হবে এবং আপনি তখন চুক্তির পদ্ধতি এবং স্পনসরের ব্যাপারগুলো মানতে বাধ্য।’

Also Read: ‘আরও এক বছর খেলতে পারে ওয়ার্নার’

এদিকে ক্রিকইনফো জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্নার এবং অন্য সিনিয়র ক্রিকেটাররা খেলবেন না, সে ব্যাপারে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে নিউজিল্যান্ড সফরে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে পূর্ণশক্তির দল খেলাতে চায় তারা। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।