সব সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ
সব সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ

বৈশ্বিক টুর্নামেন্টে সেঞ্চুরি থেকে ক্যাচের রেকর্ড, মাহমুদউল্লাহর যত কীর্তি

২০০৭ সালে শ্রীলঙ্কা সফরে অভিষেক। মাহমুদউল্লাহ কাল জানিয়ে দিলেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেই শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। প্রায় ১৮ বছরের ক্যারিয়ারে অর্জন কম নেই তাঁর। রেকর্ড বইয়ের অনেক পাতাতেই জ্বলজ্বল করছে মাহমুদউল্লাহর নাম।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড মাহমুদউল্লাহর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৭ বছর ২৬২ দিন বয়সে সেঞ্চুরি করেন তিনি।

বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি মাহমুদউল্লাহর। তিন সেঞ্চুরি নিয়ে দুইয়ে সাকিব আল হাসান।

১৫০

টেস্টে আটে নেমে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। ২০২১ সালে হারারেতে ক্যারিয়ারের শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ঠিক ১৫০ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। টেস্ট ইতিহাসে আটে নেমে ১৫০ রান করেছেন ছয়জন ব্যাটসম্যান।

ক্যারিয়ারের শেষ টেস্টে ১৫০ রানের ইনিংস খেলা অষ্টম ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ক্যারিয়ারের শেষ টেস্টে আর কারও ফিফটিও নেই।

৫/৫১

টেস্ট অভিষেক ইনিংসে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় বোলার মাহমুদউল্লাহ। এরপর আরও ৫ জন করেছেন এই কীর্তি।

৮/১১০

টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেট পেয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের বোলারদের মধ্যে অভিষেকে এর চেয়ে বেশি উইকেট শুধু সোহাগ গাজীর (৯/২১৯, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, মিরপুর, ২০১২)।

টেস্ট অভিষেকে ৮ উইকেট পেয়েছিলেন মাহমুদউল্লাহ
১৯১

টেস্ট ইতিহাসে নবম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটির অংশীদার মাহমুদউল্লাহ। ২০২১ সালে ক্যারিয়ারের শেষ টেস্টে তাসকিন আহমেদকে নিয়ে ১৯১ রান যোগ করেন। মাত্র ৪ রানের জন্য দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার-প্যাট সিমকক্সের রেকর্ড ছুঁতে পারেননি।

ওয়ানডেতে ১ হাজার রান, ৫০ উইকেট ও ৫০ ক্যাচের ‘ট্রিপলে’ মাহমুদউল্লাহর সঙ্গী শুধু সাকিব আল হাসান।

৩/৪

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম রানে ৩ উইকেট নেওয়ার রেকর্ড তাঁর। ২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ১.১ ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট নেন মাহমুদউল্লাহ।

১৭ বছর ২১৪ দিন

সময়ের হিসাবে ওয়ানডেতে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম ক্যারিয়ার। কয়েক দিন আগে ওয়ানডে ছাড়ার ঘোষণা দেওয়া মুশফিকুর রহিমের ক্যারিয়ারই শুধু এর চেয়ে লম্বা—১৮ বছর ২০২ দিন।

৩৯ বছর ২০ দিন

আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি খেলার দিন মাহমুদউল্লাহ বয়স। এর চেয়ে বেশি বয়সে বাংলাদেশের হয়ে খেলেছেন শুধু সাবেক পেসার জাহাঙ্গীর শাহ। ১৯৯০ সালে ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডেটি জাহাঙ্গীর শাহ খেলেছেন ৪০ বছর ২৮৩ দিন বয়সে।

অনেকগুলো রেকর্ড সঙ্গী করেই আন্তর্জাতিক টি–টোয়েন্টি ছাড়ছেন মাহমুদউল্লাহ
১৪১

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ।

২৪৪৪

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মাহমুদউল্লাহর চেয়ে বেশি রান আছে শুধু সাকিব আল হাসানের (২৫৫১)।

৭৭

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা।

২০৮

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা মারা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ১৮৮ ছক্কা তামিম ইকবালের।

৪৩০

তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহর ম্যাচসংখ্যা। মুশফিক (৪৭০) ও সাকিবই (৪৪৭) শুধু আছেন তাঁর ওপরে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড মাহমুদউল্লাহর
১৭১

ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে ক্যাচ মাহমুদউল্লাহর। ওয়ানডেতে (৮২) ও টি-টোয়েন্টিতে (৫১) বাংলাদেশের সর্বোচ্চ ক্যাচশিকারি টেস্টে আছেন তিনে—৩৮ ক্যাচ।

৪৩

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে বাংলাদেশের অধিনায়ক।